লন্ডন রেইনবো উৎসবের উদ্বোধনী ছবি ‘গণ্ডি’

সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তীদেশের গণ্ডি পেরিয়ে এবার যুক্তরাজ্যে প্রদর্শিত হবে ফাখরুল আরেফীন খান পরিচালিত চলচ্চিত্র ‘গণ্ডি’।
আসছে ১৮ অক্টোবর লন্ডনে শুরু হচ্ছে ‘২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব’। যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ‘গণ্ডি’। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজ ও অনলাইনে এ ঘোষণা দিয়েছে।
পাশাপাশি ছবির নির্মাতাও খবরটি নিশ্চিত করে বলেন, ‘করোনাকালীন এই সময়ে বিশ্বের অনেক দেশের চলচ্চিত্র উৎসব বন্ধ। এরমধ্যেও অনলাইনে রেইনবো চলচ্চিত্র উৎসব আমাদের ছবি দিয়ে তাদের উৎসব উদ্বোধন করবে, এটা আমাদের জন্য দারুণ এক সংবাদ।’
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এটি। রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’র কাহিনি মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষকে ঘিরে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসবই আছে এর গল্পে।
‘গণ্ডি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘ফেলুদা’ তারকা সব্যসাচী চক্রবর্তী ও ‘ঘুড্ডি’ খ্যাত সুবর্ণা মুস্তাফা।
সব্যসাচী আর সুবর্ণার পাশাপাশি আরও অভিনয় করছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ। ছবিটির কাজ কক্সবাজার, ঢাকা ও লন্ডনে হয়েছে।