১৬ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল

রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল বলাকা ও বিনাকাকরোনা পরিস্থিতিতে সিনেমামোদীদের জন্য এলো সুখবর। অবশেষে চালু হচ্ছে দেশের প্রেক্ষাগৃহগুলো।
আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে হল মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে এমন অভিমত জানান তিনি।
এ সময় তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, তা যদি কমতে থাকে তাহলে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলা যেতে পারে। আমরা সেরকমই ভাবছি। তবে সেটি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হল খোলা রাখতে হবে। অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চলবে। তবে যদি করোনা পরিস্থিতির অবনতি হয়, তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হবে।’
এ সময় তিনি স্বাস্থ্যবিধি মানতে দর্শক ও হল কর্তৃপক্ষকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ইতোমধ্যে সবকিছু খুলে দেওয়া হচ্ছে। সামগ্রিক বিষয় বিবেচনা করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
সভায় এ সময় উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঞা আলাউদ্দিন, জেনারেল সেক্রেটারি সম্রাটসহ অনেকেই।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত ১৮ মার্চ থেকে সব সিনেমা হল বন্ধ রাখা হয়।