করোনায় আক্রান্ত কলকাতার সোহম

সোহমফের টলিউডে করোনার থাবা। এবার আক্রান্ত হয়েছেন কলকাতার চিত্রনায়ক সোহম চক্রবর্তী। গতকাল (২৯ সেপ্টেম্বর) তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সোহম রাজনীতিতে সক্রিয়। রাজনীতিক দল তৃণমূলের বহু কর্মসূচি ও সভায় অংশ নিতে দেখা গেছে তাকে। সেই সমস্ত গণজমায়েত থেকে তিনি সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই মৃদু উপসর্গ দেখা দিয়েছিল সোহমের শরীরে। বাড়তি সচেতনতার জন্য তিনি গত সোমবার করোনা পরীক্ষা করান। এদিন রাতেই ফল পজিটিভ আসে। তার পরদিন হাসপাতালে ভর্তি হন তিনি। পাশাপাশি সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতার সংবাদমাধ্যমকে জানিয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল।
এর আগে টলিউডের নায়িকা কোয়েল মল্লিক, অভিনেতা রঞ্জিত মল্লিক, কোয়েলের স্বামী নিসপাল রানে ও মা দীপা মল্লিকও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা।

এছাড়াও টেলিভিশনের অনেক তারকা ও কলাকুশলীরা এই ভাইরাসের কবলে পড়েছেন। তবে এখন পর্যন্ত আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।