যে কারণে ইউটিউবে পুতুলের দুটি চ্যানেল

সাজিয়া সুলতানা পুতুল/ ছবি: সাজ্জাদ হোসেনজীবনযাত্রা অনলাইনের দিকেই যাচ্ছিল; করোনাকাল সেই পথ আরও সুগম করে দিলো। বলা যায়, অনেকটা এ কারণে সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের এখন দুটি ইউটিউব চ্যানেল।
পুরনো চ্যানেল ‌‘পুতুল গান’ তো আছেই। সঙ্গে যুক্ত হয়েছে ‘পুতুল কথন’। যেখানে অনেক  নারী তারকা যুক্ত হচ্ছেন পুতুলের সঙ্গে।
এই গায়িকা বললেন, ‘নতুনটি মাত্র আড়াই মাস হলো চালু করেছি। সম্পর্কের প্রবঞ্চনা, না পাওয়া, হোঁচট খাওয়া, রক্তাক্ততা, নীরবতা, একাকীত্ব, ব্যক্তিগত জীবন দর্শন নিয়ে কথামালা থাকছে পুতুল কথন-এ। মূলত আমার গানের বাইরের সব কিছু এ চ্যানেলে থাকবে।’
পুতুলের লেখাতে এর আগে নারীদের কথা জোরালোভাবে পাওয়া গেছে। নতুন চ্যানেলেও থাকছে তা। তাহলে কি পুতুলের কাজ করার আঙ্গিনা হিসেবে নারী জীবনকে বেছে নিলেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‌‘আমার লেখার জায়গা নারী কিনা? হ্যাঁ, সেটা বলা যায়। তবে এটা নারীবাদী বলা যাবে না। মূলত নারীদের নিয়ে লেখা। নারী-পুরুষ সম্পর্কের জটিলতা এখানে উঠে আসে। যা কিছু সত্যি তা অসুন্দর হলেও সেটা তুলে ধরতে চাই। সেটা কোন পক্ষে যাচ্ছে পাঠক বা দর্শক নির্ধারণ করবে।’
এদিকে একই বিষয়বস্তু নিয়ে পুতুল লিখছেন উপন্যাসও। তিনি বলছেন, এটা আত্মজৈবনিক উপন্যাস। যেখানে পরাবাস্তব অনেক কিছু থাকছে।
লেখালেখি নিয়ে এ গায়িকার ভাষ্য, ‘লেখালেখি চলছে। জানি না, ফেব্রুয়ারিতে বইমেলা বসবে কিনা। তবে লিখছি যেহেতু, এটা প্রকাশ পাবে। এটা বলা যায়, আত্মজৈবনিক উপন্যাস। বিষয়বস্তু গানের মেয়ের শৈশব, কৈশোর, গান, বেড়ে ওঠা, সম্পর্ক- সবই। এটা নিয়ে লিখতে গিয়ে দেখলাম এক খণ্ডে সম্পন্ন করা যাবে না। ডিসেম্বর পর্যন্ত লিখব। তারপর খণ্ড নিয়ে ভাববো।’
জানালেন, এর মধ্যেই চালিয়ে যাচ্ছে গানের অনুশীলন। কাজ করছেন গান নিয়ে। এদিকে গতকাল (২ অক্টোবর) প্রকাশ পেয়েছে ‘চুপি চুপি’ নামের গানের ভিডিও। এর কথা লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম আর সংগীতে আছেন রেজওয়ান শেখ। ভিডিওটি এইচভি ভয়েস থেকে অবমুক্ত হয়েছে।