যে শর্তে জেল থেকে মুক্ত হলেন রিয়া চক্রবর্তী

EjtBEYtUcAEM3nNএকমাস পর জামিনে জেল থেকে মুক্ত হলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সুশান্ত ‌‘হত্যাকাণ্ড’ ও মাদক সংশ্লিষ্টতার।
আজ (৭ অক্টোবর) সকালে মুম্বাই উচ্চ আদালত থেকে রিয়ার জামিন মঞ্জুর করেন সংশ্লিষ্ট বিচারক।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক লাখ রুপি মুচলেকায় জামিন পেয়েছেন রিয়া। তবে আদালতে জমা রাখতে হবে রিয়ার পাসপোর্ট। কারণ, বিচার শেষ হওয়ার আগে তার বিদেশ ভ্রমণেও রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি, মুম্বাইয়ের বাইরে যেতে হলেও তাকে তদন্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে।
জানা গেছে, জামিনে মুক্ত হলেও আগামী ১০ দিন নিকটবর্তী থানায় নিয়মিত হাজিরা দিতে হবে তাকে। তবে একই মামলায় জামিন পাননি রিয়ার ভাই শৌভিক।
মাদক মামলায় গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। এরপর রিয়ার জামিন আবেদন নাকচ করে কারাবাসে পাঠানো হয়।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকযোগের বিষয়টিতে উঠেপড়ে লেগেছে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
তার মৃত্যু মামলায় মাদকযোগে এনসিবি জিজ্ঞাসাবাদের পর তার বান্ধবী রিয়া চক্রবর্তী ও রিয়ার ভাই শৌভিককে গ্রেফতার করেছে। ধরা হচ্ছে একের পর এক মাদক ব্যবসায়ীকে। পাশাপাশি জেরার মুখে পড়তে হচ্ছে বলিউড তারকাদের। সুশান্তের ঘটনায় ডাক পড়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও দীপিকা পাড়ুকোনের।


সূত্র: এএনআই