মাইম শিল্পীদের নিয়ে তবীব মাহমুদের ধর্ষকবিরোধী গান

টিম ‘তুই ধর্ষক’ধর্ষণ ও ধর্ষকবিরোধী নতুন গান নিয়ে হাজির হলেন ‌‘গাল্লিবয়’-খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। নিজের কথা-সুর-কণ্ঠের এই বিশেষ গানটির ভিডিওতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডুমা)-এর সদস্যরা।
সম্প্রতি তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে প্রতিবাদী গানচিত্রটি উন্মুক্ত হয়েছে। ‘তুই ধর্ষক’ শিরোনামের গানটি প্রকাশ হওয়ার পর ইতোমধ্যে ৬ লাখ ভিউ অতিক্রম করেছে। মিলছে প্রচুর প্রশংসা। ভিডিওটি নির্মাণ করেছেন রায়হান উদ্দীন।
হুকুম হয়েছে জারি তোর ফাঁসির/ সর্বনাশা সেই বীর্যপাতে/ যখন সে মেয়েটির চোখ ফাটা জল/ বলেছিল কথা তার খোদার সাথে/ তুই ধর্ষক তুই ভিন্নজাত/ তোর ফাঁসি লিখে তোর বীর্যপাত—এমন ধারালো কথা আর মাইম শিল্পীদের অসাধারণ কোরিওগ্রাফিতে গানটিতে তুলে ধরা হয়েছে নারী নিপীড়নের কথা।
র‌্যাপভিত্তিক গান নিয়ে জনপ্রিয় হয়ে ওঠা গাল্লিবয়-খ্যাত জুটি তবীব মাহমুদ ও রানা মৃধা। এ জুটির অনেক গানই ইতোমধ্যে শ্রোতাদের মুগ্ধ করেছে। তবে নতুন গানটি তবীব একাই গেয়েছেন।
গানটি প্রসঙ্গে তবীবের ভাষ্য এমন, ‘একদল মানুষের ঘাম শুকিয়ে ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। জানি না কতটুকু কাজে লাগবে। তবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যেতে চাই, গানে গানে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবীব মাহমুদ বরাবরই নিজের গানের মধ্যে সমাজের সমসাময়িক অসঙ্গতির কথা তুলে আনেন।