নারীদের শালীন পোশাক পরতে বললেন অনন্ত!

121200882_977825502722642_7298642791059962984_nনারীদের শালীন পোশাক ধর্ষণ কমাতে পারে বলে মনে করেন আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল।



তার মতে, ধর্ষকরা অশালীন পোশাক দেখে উদ্বুদ্ধ হয়।
সম্প্রতি ধর্ষণের প্রতিবাদে একটি ভিডিও বার্তা তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন এই তারকা। এতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লক্ষ্যে সুনির্দিষ্ট আইন ও তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও অনুরোধ জানান তিনি।
ভিডিওর শুরুতে অনন্ত জলিল ধর্ষকদের উদ্দেশে বলেন, ‘যারা ধর্ষণ করছো, তোমরা অমানুষ। তোমাদের তুই করে বলা উচিত। তোমাদের স্ত্রী কন্যাকে কেউ যদি ধর্ষণ করে কেমন লাগবে তোমাদের? তোমার হয়তো ভালোই লাগবে, না হলে অন্যের মা-বোনকে তো রেপ করতে পারতে না। তোমার যে মনুষ্যত্ব সেটা তো মরে গেছে। তোমাদের কারণে সারা দেশে আন্দোলন হচ্ছে, এতে করে বিঘ্নিত হচ্ছে মানুষের জীবনযাপন। জেনে রাখো, তোমাদের জীবনেও একজন নারী আসবে, যদি এখনও বিয়ে না করো।’


এরপর মেয়েদের উদ্দেশে কথা বলেন অনন্ত। বলেন, ‌‘একজন ভাই হিসেবে তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা যারা সিনেমা, টেলিভিশন দেখে তাদের মতো অশালীন কাপড় পরে বের হও, নিজেকে খুব মডার্ন ভাবো? এসব ড্রেসআপ দেখে চেহারার দিকে না তাকিয়ে বখাটেরা তোমার ফিগারের দিকে তাকায়, এরপর বিভিন্ন মন্তব্য করে এবং রেপ করার চিন্তা তাদের মাথায় আসে।’
নারীদের টিশার্ট পরার কারণে ‘ইজ্জত শেষ’ হয়ে যায় বলেও মন্তব্য করেন এই পোশাক ব্যবসায়ী।
এদিকে ১০ অক্টোবর নিজের ফেসবুক পেইজে প্রকাশ করা এমন ভিডিও বার্তার বিপরীতে অনেকেই প্রতিবাদ জানিয়েছে। আবার তার কথার সঙ্গে সহমত প্রকাশ করেছেন কেউ কেউ।
অনেকে অনন্তর কথার সূত্র ধরে বর্ষার পোশাকেরও সমালোচনা করেন।