আলোচনায় রতন কাহারের নতুন ‘গেন্দা ফুল’ (ভিডিও)

121004968_262969244998072_1126341999304157945_nপশ্চিমবঙ্গের গীতিকার রতন কাহারকে কৃতিত্ব না দিয়ে বাংলা জনপ্রিয় গান ‌‘বড়লোকের বিটি লো’ নতুন করে ‘গেন্দা ফুল’ নামে প্রকাশ করেন বলিউডের বাদশা।
গানচিত্রটি প্রকাশের পর চরম সমালোচনার মুখে পড়েন বাদশা ও সংশ্লিষ্টরা। কারণ, গানের ক্রেডিট লাইনে রতন কাহারের কোনও স্বীকৃতি ছিল না। বিতর্কের মুখে পড়ে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক তবলা সংস্করণে গানটি নতুনভাবে প্রকাশের উদ্যোগ নেয়।
যা গতকাল (১০ অক্টোবর) ইউটিউবে অবমুক্ত হয়েছে। আর প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে এর ভিউ ছাড়িয়েছে দেড় মিলিয়ন। সোশ্যাল মিডিয়ায় গানচিত্রটি হয়েছে ভাইরাল।
পরিচালক অরিন্দম শীলের হাত ধরে নতুনরূপে মুক্তি পেয়েছে ‘গেন্দা ফুল’। এতে অংশ নিয়েছেন রতন কাহার, খ্যাতনামা তবলা বাদক বিক্রম ঘোষ, গায়িকা ইমন ও অভিনেত্রী ইমন চক্রবর্তী। পাশাপাশি পুরনো গান থেকে এতে যুক্ত করা হয়েছে বাদশা ও জ্যাকুলিন ফার্নান্দেজের কণ্ঠ ও ছবি।
মূলত বাদশার সহযোগিতায় নতুন করে তবলা মিক্স ঘরানার সংগীতায়োজন করেছেন বিক্রম ঘোষ।
এভাবেই পূজার আগে নতুনভাবে দর্শকের দরবারে হাজির হয়েছে নতুন ‘গেন্দা ফুল’।


ভারতীয় সংবাদমাধ্যমকে বিক্রম ঘোষ বলেন, ‘‘বাদশার ‘গেন্দা ফুল’-এ অন্তরা ছিল না। নতুনটাতে সেটি যুক্ত হয়েছে। এর অন্তরা লিখেছেন সুগত গুহ।’’

জানা যায়, ১৯৭২ সালে রতন কাহারের লেখা ও ঝুমুর তালে সুর করা এই গানটি আকাশবাণীতে প্রথম প্রচার হয়। পরবর্তী সময়ে ১৯৭৬ সালে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি তুমুল জনপ্রিয়তা পায়।
নতুন ‘গেন্দা ফুল’: