না ফেরার দেশে আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম

মায়ের সঙ্গে মেয়ে নূরজাহানকিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই। সোমবার দিবাগত রাত (১৩ অক্টোবর) ২টা ২৫ মিনিটে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নূরজাহান আলীম।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মা অনেক দিন ধরেই অসুস্থ। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। এর আগে, গত জুনে স্ট্রোকও হয়েছিল। তখন থেকে মা আরও অসুস্থ হয়ে পড়েন।’
জানা যায়, আজ (১৩ অক্টোবর) সকাল ১১টায় খিলগাঁওয়ে জমিলা আলীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এখন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে বিক্রমপুরের দোহারে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নূরজাহান আলীম মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কিংবদন্তি শিল্পী আব্দুল আলীম ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। আবদুল আলীম ও জমিলা আলীম দম্পতির সাত সন্তান। এরমধ্যে তিন সন্তান জহির আলীম, আজগর আলীম ও নূরজাহান আলীম বাবার পথ ধরে জড়িয়ে আছেন সংগীতের সঙ্গে।