আইয়ুব বাচ্চুকে নিয়ে শফিক তুহিনের ‘গিটার জাদুকর’


আইয়ুব বাচ্চুর হাত ধরেই মিডিয়ায় মূল পরিচিতি পান গীতিকার শফিক তুহিন। আইয়ুব বাচ্চুর সুরে ‘মন জ্বলে’ অ্যালবামের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

শফিক তুহিনের ভাষায়, ‘বস (আইয়ুব বাচ্চু) মাথার ওপর হাত না রাখলে হয় তো সংগীতের এই পর্যন্ত আসা হতো না আমার। আমি গান দিয়ে যতটুকু অর্জন করেছি তার সিংহভাগই বসের অবদান।’
তাই, বসের দ্বিতীয় প্রয়াণ দিবসে তাকে নিয়ে বেঁধেছেন ‘গিটার জাদুকর’ নামের গান। তাকেই উৎসর্গ করেছেন এটি।
গানের কথাগুলো এমন—‘গিটার মানে তুমি, তুমি মানেই গিটার/ তোমাকে ছাড়া তোমার তারুণ্যে আর উন্মাদনার মূল্য আছে কি তা/ তুমি প্রতিটি মনের গল্প বলেছো কত যে গানে গানে/ মহাকাল ধরে এগুবে সময় তোমারই সুরের টানে।
শফিক তুহিন বলেন, ‘ভালোবাসা, বিরহ, একাকিত্ব, অনুভবে কিংবা তারুণ্যের উন্মাদনায় যে মানুষ না থেকেও জুড়ে আছে পুরোটাই, তিনি আইয়ুব বাচ্চু। আমার এই গানটি উৎসর্গ করছি তাকেই।’
আজ ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে গানটি ফেসবুক ও ইউটিউবে অবমুক্ত হয়েছে। প্রচার হচ্ছে গানবাংলা টিভিতেও।শফিক তুহিন ও আইয়ুব বাচ্চু