X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস

বিনোদন রিপোর্ট
০৬ মে ২০২৪, ১৬:০৪আপডেট : ০৬ মে ২০২৪, ১৬:০৪

দেশ মাতাচ্ছেন সেই আশির দশক থেকে। গানের বাজার থেকে শুরু করে কনসার্ট দিয়ে দাপিয়ে বেড়ানো, প্রতিটি ক্ষেত্রেই তিনি অনন্য। ষাটের কিনারে এসেও এখনও যেভাবে পারফর্ম করেন, তা বিস্মিত করে অন্যদের। তিনি জেমস। দেশের সংগীতের অন্যতম তারকা।

দেশ ছাড়িয়ে ভারতে জেমসের অসামান্য জনপ্রিয়তা রয়েছে। এছাড়া যেসব দেশে ছড়িয়ে আছে বাঙালি, সেখানেই উচ্চারিত হয় জেমসের নাম, বাজে তার গান। ফলে প্রায়ই ডাক আসে বিভিন্ন থেকে। যেমন যুক্তরাজ্যে হরহামেশাই কনসার্ট করতে যান জেমস। গত ডিসেম্বরেই একটি কনসার্ট সেরে এসেছিলেন। চার মাস পর আবারও উড়াল দিচ্ছেন ব্রিটিশদের দেশে।

আগামী ২৬ ও ২৭ মে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ উৎসব’-এ গাইবেন জেমস। এটি অনুষ্ঠিত হবে লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে। সাধারণত বাংলাদেশি শিল্পীদের বিদেশি অনুষ্ঠানগুলো ছোট পরিসরে, কোনও মিলনায়তনে হয়ে থাকে। তবে জেমস এর আগেও উন্মুক্ত বড় মাঠে, স্টেডিয়ামে পারফর্ম করেছেন। এবারও সেই ধারা অটুট থাকছে।

অনুষ্ঠানের যাবতীয় তথ্য জেমসের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তার ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, “বাংলাদেশ ফেস্টিভ্যাল’ হলো লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় মিলনমেলা। এখানে আরও অনেক দেশ-জাতির মানুষ অংশ নেন। বাংলা সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরাই এর মূল লক্ষ্য।’

জানা গেছে, উৎসবটির আয়োজন করছে নেক্সট স্টেজ ইভেন্ট। এতে জেমসের গান ছাড়াও যাত্রাপালা, বাংলাদেশি খাবারসহ নানা ব্যবস্থা থাকছে।

/কেআই/
সম্পর্কিত
আরব কনসার্টে রকস্টার জেমস
আরব কনসার্টে রকস্টার জেমস
ডালাস কনসার্টে জেমস, আয়োজকদের দাবি ইতিহাস!
ডালাস কনসার্টে জেমস, আয়োজকদের দাবি ইতিহাস!
হঠাৎ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট
হঠাৎ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট
তারুণ্যের উৎসবে জেমস
তারুণ্যের উৎসবে জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!