সুস্থ হয়ে দেশে ফিরছেন নায়ক-সাংসদ ফারুক

ফারুক/ ছবি: শামসুর হক রিপনগত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। টানা দেড় মাসের চিকিৎসায় এখন তিনি পুরোপুরি সুস্থ।
সেই সুখবর নিয়েই আজ (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন এই অভিনেতা।
বিষয়টি সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন ফারুক নিজেই।
চলচ্চিত্রের জ্যেষ্ঠ এই অভিনেতা বলেন, ‘এখন আমি বেশ সুস্থ। জ্বর নেই। অন্যান্য সমস্যাও এখন স্বাভাবিক। তাই হাসপাতালের অনুমতি নিয়ে বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবো। দেড় মাস এখানে (সিঙ্গাপুর) রয়েছি। মনটা দেশে পড়ে আছে। অনেকেই ফোন করে খোঁজ-খবর নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং দোয়া করেছেন। সবার জন্য রইলো আমার দোয়া ও কৃতজ্ঞতা।’
গত ১৮ আগস্ট জ্বর নিয়ে প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফারুক। দফায় দফায় পরীক্ষা করার পরও তার জ্বরের কারণ পাওয়া যাচ্ছিল না। এরপর চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার যক্ষ্মা রোগ ধরা পড়ে। এখন তিনি পুরোপুরি সুস্থ। সেখানে ফারুকের সঙ্গে আছেন তার সহধর্মিণী ফারহানা ফারুক।