রাঙামাটিতে উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স

122848320_10159163659396518_5182204039792392365_nরাঙামাটিতে হয়ে গেলো উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স। এতে অংশ নেন ১৪ জন শিক্ষার্থী।
রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয় পাঁচ দিনের এই কর্মশালা। ২৫ অক্টোবর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা এবং হিল কালচার হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক সুমন।
ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এই কোর্সের প্রশিক্ষক ছিলেন উপস্থাপক, অভিনেতা ও নির্দেশক মো. আক্তারুজ্জামান এবং টেলিভিশন উপস্থাপক, অভিনেতা ও সাংবাদিক রেজাউর রহমান রিজভী।

সফলভাবে কোর্স শেষ করেছেন ১১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৩ জন বাঙালি তরুণ-তরুণী। তারা হলেন- এলিজাবেথ পাংখোয়া, কেয়া দেওয়ান, শ্রাবণী রুদ্র, কলি চাকমা, খোয়াই ত্রিপুরা, পম্পি বড়ুয়া, ভরত চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ননাবি চাকমা, সীমা ত্রিপুরা, তনয়া দেওয়ান, সুফলা তঞ্চঁঙ্গ্যা, মনীষা চাকমা ও বিজ্ঞান্তর তালুকদার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করে কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। তিনি বলেন, ‘আগামীতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো আমরা।’

সমাপনী দিনে কোর্সে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।