ফের ঘর বাঁধলেন স্কারলেট

downloadহলিউড নন্দিনী স্কারলেট জোহানসন ঘর বাঁধলেন। প্রেমিক কলিন জোস্টকে বিয়ে করেছেন তিনি।
ঘরোয়া পরিসরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে ছিলেন কেবল দুই পরিবার ও তাদের প্রিয়জনেরা। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেছেন অনুষ্ঠানে।
‘মিলস অন হুইলস আমেরিকা’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক বয়স্কদের দাতব্য সংস্থা সুখবরটি দিয়েছে। সংস্থাটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, কোভিড-১৯ মহামারিকালে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন জোহানসন ও জোস্ট। কঠিন পরিস্থিতিতে বৃদ্ধ-বৃদ্ধাদের সহায়তা করার ইচ্ছের কথা বিয়েতে জানিয়েছেন তারা। ভক্তদের অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে মিলস অন হুইলস।
স্কারলেট জোহানসনের একজন প্রতিনিধি বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ক্যালিফোর্নিয়াভিত্তিক বিনোদনমূলক সংবাদমাধ্যম টিএমজি’র প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের পালিসেডস গ্রামে আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গী হয়েছেন তারা।
৩৮ বছর বয়সী কলিন জোস্ট জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর একজন চিত্রনাট্যকার। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির এই আয়োজনে ২০১৭ সালে অতিথি হিসেবে অংশ নেন স্কারলেট। এরপরই তাদের মন দেওয়া-নেওয়ার গুঞ্জন ছড়ায়।
দুই বছর প্রেমের পর ২০১৯ সালের মে মাসে স্কারলেট ও কলিন বাগদানের ঘোষণা দেন। অবশেষে বিয়ের মধ্য দিয়ে তাদের সফল পরিণতি হলো।
এর আগে আরও দু’বার বিয়ে করেছেন স্কারলেট। ২০০৮ সালে কানাডিয়ান অভিনেতা রায়ান রিনোল্ডসের সঙ্গে সংসার শুরুর পর টিকেছে তিন বছর। ২০১৪ সালে ফরাসি ব্যবসায়ী রোমেইন দোরিয়াককে বিয়ে করেন তিনি। এবারও তিন বছর বাদে ভেঙে যায় তাদের দাম্পত্য জীবন।
স্কারলেট জোহানসন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম। মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ব্ল্যাক উইডো চরিত্রটিই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকার বন্যা বইয়ে দিয়েছে। ৩৫ বছর বয়সী এই তারকার নতুন ছবি ‘ব্ল্যাক উইডো’ মুক্তি পাবে ২০২১ সালের মে মাসে।

 
 
 
View this post on Instagram

We’re thrilled to break the news that Scarlett Johansson and Colin Jost were married over the weekend in an intimate ceremony with their immediate family and loved ones, following COVID-19 safety precautions as directed by the CDC. Their wedding wish is to help make a difference for vulnerable older adults during this difficult time by supporting @mealsonwheelsamerica. Please consider donating to celebrate the happy couple by clicking the link in our bio.

A post shared by Meals on Wheels America (@mealsonwheelsamerica) on Oct 29, 2020 at 11:52am PDT


তথ্যসূত্র: বিবিসি