সামনে এলো সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

বামে পোস্টার, ডানে ছবিটির স্থিরচিত্রচলচ্চিত্রে সিমলার রাজকীয় অভিষেক হয় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে। অভিনয়ের জন্য বাগিয়ে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। লম্বা সময় দেশীয় চলচ্চিত্রে অনিয়মিত সিমলা।
বিপরীতে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে থিতু হওয়ার চেষ্টায় আছেন একই সময় ধরে। যদিও সেই বিষয়টি খুব একটা স্পষ্ট নয়। তবে দেশে সর্বশেষ এই অভিনেত্রী কাজ করেছিলেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের একটি চলচ্চিত্রে। তাও বছর পাঁচেক আগে। ছবিটি পরিচালনা করেছেন রুবেল আনুশ।
অবশেষে প্রকাশ্যে এলো এর পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যম উন্মুক্ত হলো এটি।
পরিচালক রুবেল আনুশ বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে অসম প্রেমের গল্প নিয়ে ২০১৪ সালের আগস্টে ছবির শুটিং শুরু হয়। নানা জটিলতায় আটকে ছিল এর কাজ। অবশেষে শেষ হয়েছে। তাই পোস্টার প্রকাশ করলাম।’
তিনি জানান, ভালোবাসা দিবসে একটি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেওয়া হবে। সে পরিকল্পনা নিয়েই ছবির টিম এগুচ্ছে।
অসম প্রেমের গল্পের এই চলচ্চিত্রে সিমলার সঙ্গে জুটি বেঁধেছেন ‘ঘেটুপুত্র কমলা’-খ্যাত অভিনেতা মামুন। এছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।