প্রস্থানে আলী যাকের: মুক্তিযুদ্ধ জাদুঘরে বিউগলের সুর আর ফুলেল শ্রদ্ধা

128173303_701005750826066_8082885707047987641_nবিউগলের করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে শেষ বিদায় জানানো হলো নাট্যজন আলী যাকেরকে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হয় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখানে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন এই শিল্পী ও মুক্তিযোদ্ধাকে।
এরপর শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা।
মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে বেলা একটার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় আলী যাকেরের কর্মস্থল এশিয়াটিক-এ। সেখান থেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে বনানী কবরস্থানে।
বাদ আসর জানাজা শেষে এই গোরস্থানেই চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই সাংস্কৃতিক কর্মী।
আজ (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে করোনাযুদ্ধে হেরে গেলেন বহুমাত্রিক এই অভিনেতা ও মুক্তিযোদ্ধা।127906853_816211969212206_8863011325669720755_n128281447_3688665947850916_2995223471609605167_n128156297_187706436231486_5758309493829406542_n128123958_3677084058970785_177228650824022230_n127662755_379797783251496_6906277709702563431_n127022381_149428423537458_385189377917456866_n127804516_297369661531606_6602785072864784267_nছবি: নাসিরুল ইসলাম

আরও:
নন্দিত অভিনেতা আলী যাকের আর নেই
‘কবর’ দিয়ে শুরু করোনায় শেষ...
আলী যাকেরের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি
আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
প্রস্থানে আলী যাকের: মুক্তিযুদ্ধ জাদুঘরে শ্রদ্ধা, বনানী কবরস্থানে দাফন

হারতে হারতেও তিনি এলেন ‘নূরলদীন’ হয়ে (ভিডিও)