ইরাবতি ফ্যান্টাসি মম





ইরাবতি নাটকে মমআজাদ চিত্রকর। নানা ধরনের ছবি আঁকেন। তার কল্পনার মেয়ে মম, ঘুরেফিরে আসে। তার আঁকা ক্যানভাসের মত হুবহু মেয়ে মম। মমর প্রেমের সম্পর্ক মিলনের সঙ্গে। একসময় আজাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা শুরু করে মম।
মিলন বিষয়টি স্বাভাবিকভাবে নেয় না। আজাদের সঙ্গে মিশতে মমকে নানাভাবে বারণ করে সে। কিন্তু আজাদ ডাক দিলেই মম মন্ত্রমুগ্ধের মতো তার পিছু নেয়। শুরু হয় অন্য ঘটনা। এটি ‌'ইরাবতি ফ্যান্টাসি' নাটকের ঘটনা। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, আজাদ আবুল কালাম, আনিসুর রহমান মিলন।
সেতু আরিফের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে আরটিভিতে। এ একক নাটকটি দর্শকরা দেখতে পারবেন বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে।
/এম/