করোনামুক্ত হয়েই দুস্থদের পাশে হাকিম দম্পতি

আজিজুল ও জিনাত হাকিমমাত্র দিন কয়েক হলো করোনার ভয়াল থাবা থেকে ফিরেছেন অভিনেতা আজিজুল হাকিম। শরীরে এখনও দুর্বলতার ছাপ স্পষ্ট। এরমধ্যেই শীতার্তদের পাশে দাঁড়ালেন একসময়ের জনপ্রিয় এই তারকা ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উজানচরে পাঁচশ’ কম্বল ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এ দম্পতি।

বিষয়টি নিয়ে জিনাত হাকিম বলেন, ‘আমার ও আজিজুল হাকিমের ইচ্ছে ছিল গত রোজার ঈদে আমার দাদাবাড়ি উজানচর গ্রামবাসীকে কিছু খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার। বন্যা দেখা দিলে তখন আর যাওয়া হয়নি। বন্যার কারণে মানুষের দুর্ভোগও বেড়ে যায়। এখন করোনাও যেমন বেশি, তেমনি শীতও। তাই সিদ্ধান্ত নিয়েছি, আত্মীয়স্বজন ও স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক ভাইদের সহযোগিতায় গ্রামের পাঁচশত পরিবারের কাছে কম্বল ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার।’

জানান, চিকিৎসকের পরামর্শে আপাতত এই দম্পতি বাসাতেই থাকছেন। সেখান থেকেই পুরো বিষয়টি তদারকি করবেন তারা।

জিনাত হাকিম মনে করেন, করোনা ও বন্যায় চর অঞ্চলের মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কম্বলের পাশাপাশি প্রত্যেক পরিবারে ১০ কেজি চাল, ডাল, তেল, সাবান, লবণ, সেমাই, দুধ, চিনি ও মাস্ক পৌঁছে দেবেন তারা।
এদিকে, গত ২৫ নভেম্বর করোনামুক্ত হয়ে বাসায় ফিরে আসেন আজিজুল হাকিম। এর আগে তাকে হাসপাতালে লাইফ সাপোর্টেও রাখতে হয়েছিল। জানা যায়, বাসাতেই লম্বা বিশ্রামে আছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। আজিজুল হাকিমের পাশাপাশি জিনাত হাকিম ও পুত্র মুহাইমিন রিদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা সবাই এখন এই জীবনঘাতী এই ভাইরাস থেকে মুক্ত।