দলছুট ৩০ সদস্যের নতুন দল ‘থিয়েটারিয়ান’

থিয়েটারিয়ান-এর ৩০ সদস্যদীর্ঘদিনের অসন্তোষ বুকে চেপে রাখার পর সেটি গ্রেনেডের মতো ফুটলো ১২ ডিসেম্বর। দেশের অন্যতম নাট্যদল প্রাঙ্গণেমোর থেকে একসঙ্গে ২৭ সদস্য যৌথপত্রে স্বাক্ষর দিয়ে দলছুট হলেন!
সদস্যদের এমন যৌথ সিদ্ধান্তে দলপ্রধান অনন্ত হিরা অবশ্য আশীর্বাদ জানিয়েছেন!
এদিকে এমন বৈপ্লবিক ঘটনার ঠিক ৪ দিনের মাথায় গতকাল বিজয় দিবসে পাওয়া গেল নতুন দলের ধ্বনি। এদিন আত্মপ্রকাশ হলো নাট্যদল ‘থিয়েটারিয়ান’-এর। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দলের অন্যতম সদস্য আবু হায়াত মাহমুদ।
তিনি জানান, প্রাঙ্গণেমোর থেকে বেরিয়ে পড়া ৩০ জন (২৭ জনের আগে আরও ৩ জন বেরিয়েছিলেন) নাট্যকর্মী মিলে নতুন দলটি গঠন করা হলো।
নতুন দলটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। যেখানে উল্লেখ রয়েছে, নিজস্ব চিন্তা-চেতনায় সময়োপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে কাজ করবে থিয়েটারিয়ান। এ লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গণতান্ত্রিকভাবে দলটি পরিচালিত হবার লক্ষ্য নিয়ে তারা শিগগিরই দুই বছর মেয়াদি একটি পরিচালনা কমিটি গঠন করবেন।
থিয়েটারিয়ান সব সময় শিল্পের বিভিন্ন শাখায় কাজ করবে। তবে সবার আগে প্রাধান্য দেবে নাটক মঞ্চায়নে। এক্ষেত্রে সংখ্যার চেয়ে শিল্পমানকে অধিক গুরুত্ব দেওয়া হবে। মহড়ার জন্য ঢাকার রামপুরায় একটি অস্থায়ী কক্ষের ব্যবস্থাও করা হয়েছে বলে দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দলটির ঘোষণা উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে দলের সদস্যরা মিলিত হন। সেখানে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেক কেটে দলের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত সব সদস্য তাদের মতামত ব্যক্ত করেন।

‘প্রাঙ্গণেমোর’ ছাড়লো ২৭ সদস্য, আশীর্বাদ জানালেন অনন্ত!

‘থিয়েটারিয়ান’ নাট্যদলের ৩০ জন সদস্য হলেন, মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সরোয়ার সৈকত, ইউসুফ পলাশ, মীর সালাউদ্দিন বাবু, রবি খান, আবু হায়াত মাহমুদ, সায়েম সিদ্দিক অপু, সীমান্ত আমীন, শুভেচ্ছা রহমান, বন্ধু তুহিন, রিগ্যান সোহাগ, আমিরুল মামুন, জয়নাল আবেদীন মনির, ডালিম মিলাদ, অনিন্দ্র কিশোর, সুমী মণ্ডল, তৌহিদ বিপ্লব, সায়েদুর রহমান, আহমেদ সুজন, লিটু রায়, রুহুল আমীন রাজা, চৈতালি হালদার, নিরঞ্জন নীরু, মাহমুদুল হাসান, রাকিব খান রনক, এমএমআর মিঠুন, ঊর্মিল মজুমদার, আব্দুল হাই ও আল-আভী জাহান টুসি।