X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘প্রাঙ্গণেমোর’ ছাড়লো ২৭ সদস্য, আশীর্বাদ জানালেন অনন্ত!

সুধাময় সরকার
১২ ডিসেম্বর ২০২০, ১৭:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০২:১৭

২৭ সদস্যের স্বাক্ষর এবং মঞ্চে কবিগুরুকে নিয়ে অনন্ত-নূনা দম্পতি দেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর থেকে একসঙ্গে ২৭ জন সদস্য দলত্যাগ করলেন! এটা নাট্যাঙ্গনের জন্য বেশ চাঞ্চল্যকর খবর বটে।
জানা গেছে, আজই (১২ ডিসেম্বর) দলপ্রধান অনন্ত হিরা বরাবর দলত্যাগের যৌথ চিঠি দিয়েছেন দলছুট হতে চাওয়া সদস্যরা।
দলত্যাগ প্রসঙ্গে প্রাঙ্গণেমোর-এর স্থায়ী সদস্য মাইনুল তাওহীদ লিখিত প্রেস নোটে বলেন, ‘ক্রমাগত অনিয়ম আর ভাবনাগত অমিলের কারণে শেষ পর্যন্ত আর এই দলে থাকা সম্ভব হলো না। যেমন, আমি নিজে এই দলের অর্থ বিভাগের দায়িত্বে থাকলেও আমাকে পাশ কাটিয়ে অর্থের সমস্ত হিসাব দলপ্রধান অনন্ত হিরা নিজে করেন। এভাবে তো আসলে চলে না।’
দলের আরেক স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘দলটি আসলে পারিবারিক থিয়েটারে পরিণত হয়েছে। এখানে সাধারণ সদস্যদের কোনও সম্মান ও মূল্য ছিলো না। এসব আর মেনে নিতে পারছি না বলেই দলের বেশিরভাগ সদস্য একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে থিয়েটারে এমন ঘটনার পর সবাই নড়েচড়ে বসলেও দল প্রধান অনন্ত হিরাকে পাওয়া গেল বরফ ঠাণ্ডা অবস্থায়। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না। বরং খানিক আগ্রহ নিয়ে বললেন, ‘কী ঘটেছে বলুন তো!’
এরপর ২৭ সদস্যের পদত্যাগের প্রতিক্রিয়া হিসেবে এই নাট্যজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রতি আমার আশীর্বাদ থাকলো। তাদের কল্যাণ হোক। আর যারা দলে থাকবেন, তাদের সঙ্গে তো সকাল-বিকাল দেখা-সাক্ষাত হবেই।’
এদিকে দলটির স্থায়ী সদস্য সরোয়ার সৈকত বলেন, ‘একসঙ্গে ২৭ জন সদস্যের দলত্যাগই প্রমাণ করে দলটির অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এটা আসলে সাধারণ সদস্যদের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দলের ভেতরে যে অন্যায় আর অনিয়মের পাহাড় তৈরি হয়েছে সেই দায়ভার আসলে সাধারণ সদস্যরা টানতে চায় না।’
প্রাঙ্গণেমোর ছেড়ে যেতে যে ২৭ জন যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন তারা হলেন- মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সরোয়ার সৈকত, ইউসুফ পলাশ, তৌফিক আজীম রবিন, রবি খান, মীর সালাউদ্দিন বাবু, আবু হায়াত মাহমুদ জসিম, সাইম সিদ্দিকী অপু, রিগ্যান সোহাগ রত্ন, শুভেচ্ছা রহমান, প্রবন বন্ধু নাথ তুহিন, সীমান্ত আমীন, আমিরুল মামুন, অনিন্দ্র কিশোর, ডালিম মিলাদ, তৌহিদ বিপ্লব, সাইদুর রহমান নয়ন, আহমেদ সুজন, লিটু রায়, রুহুল আমীন রাজা, মাহমুদুল হাসান, আব্দুল হাই, এম এম আর মিঠুন, ঊর্মিলা মজুমদার, রাকিব হাসান ও জয়নাল আবেদিন মনির।
প্রাঙ্গণেমোর মূলত অনন্ত হিরা ও নূনা আফরোজ দম্পতির দল বলেই সমধিক পরিচিত।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!