ফের গানে ফেরা: মিলার ‘আইস্যালা’

মিলা ইসলামব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড বাজে সময় পার করার ৫ বছর পেরিয়ে ফের ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে মিলার পক্ষ থেকে। চলতি বছরের শেষ প্রান্তে এসে গানে গানে পুরনো রকস্টার মিলাকেই ফিরে পেতে যাচ্ছেন শ্রোতারা।
আসছে তার নতুন গানচিত্র ‘আইস্যালা’। এরমধ্যে গানটির একটি টিজার প্রকাশ হয়েছে অন্তর্জালে, যেখানে মিলেছে পুরনো মিলার নতুন রূপ। এবার তিনি আসছেন ডিজে ধুন নিয়ে।
গানটির কথা লিখেছেন যৌথভাবে মিলা, উপল ও সুস্মিতা। আর সুর-সংগীত করেছেন মিলা নিজেই। সংগীতায়োজনে সহযোগিতা করেছেন নাভেদ পারভেজ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম র‍্যাফ।
মিলা জানান, এটি ক্লাব ঘরানার গান। তাই এর ভিডিওটাও জমকালো আয়োজনে মডার্ন ধাঁচে করা হয়েছে। যেহেতু গানটি ক্লাব নাম্বার, তাই দেশের সব ডিজেকে এই গান উৎসর্গ করেছেন তিনি।
আজ, ২৩ ডিসেম্বর রাতে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ‘আইস্যালা’ প্রকাশ হবে।
মিলা বলেন, ‘এই মহামারিতে আমি একটা বিষয় উপলব্ধি করেছি যে, এমন একটা গান করা দরকার, যেটা মানুষকে শত হতাশার মধ্যেও আনন্দ-উদযাপন করতে অনুপ্রাণিত করবে। এটা তেমনই এক গান। আমি চেয়েছি এই গানটির সঙ্গে নেচে-গেয়ে শ্রোতারা মহামারির এই বছরটাকে মুছে ফেলুক হৃদয় থেকে। শুরু করুক নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে।’
‘আইস্যালা’ গানের প্রচারণার জন্য মিলা নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। তিনি একসঙ্গে হাজির করছেন দেশের জনপ্রিয় সব ডিজে’কে। সবাইকে নিয়ে একটি ফেসবুক লাইভ করবেন তিনি। যেখানে তার সঙ্গে যুক্ত হবেন ডিজে রাহাত, ডিজে প্রিন্স, ডিজে সনিকা, ডিজে আকস, ডিজে রেক্স, ডিজে ওয়াহি, ডিজে জুডো, ডিজে তন্ময় এবং দেশ ও বিদেশের আরও কয়েকজন ডিজে। তারা প্রত্যেকে নিজ নিজ স্টাইলে গানটির মিক্সিং করে শোনাবেন। ২৪ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে অনলাইনে এই আয়োজন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মিলা।
মিলার সর্বশেষ একক গান ‘নাচো’ প্রকাশ হয় ২০১৫ সালে। তারও ৬ বছর আগে ২০০৯ সালে প্রকাশ হয় তার শেষ একক অ্যালবাম ‘রিডিফাইন্ড’। ২০০৯ সাল থেকেই গানে বারবার ফিরে এসেও বিরতি নিতে দেখা গেছে ‘ডিসকো বান্দর’-খ্যাত এই তুমুল জনপ্রিয় শিল্পীকে।