মারা গেলেন অভিনেতা সেলিম আহমেদ

সেলিম আহমেদঅভিনেতা, শিল্পনির্দেশক, নাট্যকার ও প্রচ্ছদশিল্পী সেলিম আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজগর আলী হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা আজাদ আবুল কালাম।
তিনি বলেন, ‘গত ১৭ ডিসেম্বর হঠাৎ বুকে ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সেলিম আহমেদকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রক্ষা করা যায়নি।’
বুধবার আছরের নামাজের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সেলিম আহমেদকে দাফন করা হয়েছে।
অভিনয়ের পাশাপাশি সেলিম আহমেদ ছিলেন একাধারে ভাস্কর, চিত্রকর, কবি, নাট্যশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনার।
সেলিম আহমেদ অভিনীত প্রথম নাটক ‘জয়িতা’। এরপর তিনি গোলাম মুক্তাদির পরিচালিত ‘লোটাকম্বল’ ধারাবাহিকে অভিনয় করেন। একক, ধারাবাহিক ও বহু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ‘চিরঞ্জীব মুজিব’ নামে একটি ছবির শিল্পনির্দেশক হিসেবে কাজ করেন সম্প্রতি। সর্বশেষ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার লেখা ‘রানার' নাটকটি টেলিভিশনে প্রচার হয়।
রংপুরে জন্ম নেওয়া সেলিম আহমেদ লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।