শফিক তুহিনের লকডাউন ম্যাশআপ! (ভিডিও)



এই ‘নিউ নরমাল’ সময়ে লকডাউনের রেশ নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী শফিক তুহিন। অনেকটা বছর শেষের সালতামামি’র মতো এই শিল্পী প্রকাশ করলেন একটি ম্যাশআপ!

এটি প্রকাশ পেয়েছে বুধবার (৩০ ডিসেম্বর) অনুপম মিউজিকের ব্যানারে। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর মডেল হয়েছেন শিল্পী নিজেই।
ঐতিহাসিক ৮টি ফোক গানের সম্মিলন ঘটেছে এই আয়োজনে। নিজের কণ্ঠ ও পরিকল্পনায় এর সংগীতায়োজন করেছেন রাফি।
রাধারমণ, হাছন রাজা, শাহ আবদুল করিম, দূরবীন শাহর জনপ্রিয় ৮টি গান এক করে ম্যাশআপ করেছেন এই শিল্পী। যেমনটা আগে এখানে দেখা যায়নি। গানের শিরোনামগুলো- মাটিরও পিঞ্জিরায়, দরদিয়া, বাউলা কে বানাইলো রে, বন্ধুরে কই পাবো সখিগো, রূপসাগরে ঝলক মারিয়া, আগুন লাগাইয়া গেলো কনে, আমার কলিজায় আমার অন্তরায় ও নেশা লাগিলোরে।
শফিক তুহিন বলেন, ‘লম্বা বিরতির পর গানে ফিরলাম। অনেকটা দম ফিরে পাওয়ার মতোই। এই কাজটি করেছি মূলত শ্রোতা-ভক্তদের জন্য উপহার হিসেবে। মহামারির বছরটিকে বিদায় জানিয়ে নতুন বছরটিকে স্বাগত জানানোর একটা আবহ সৃষ্টি করতে চেয়েছি।’
আরও বলেন, ‘এখানে নতুন আমাকে দেখা যাচ্ছে। আর আমার বিপরীতে মডেল হিসেবে এবার আর কোনও নারীকে নেওয়া হয়নি।’