বছরের শেষ গান টিনা রাসেলের (ভিডিও)


এই বছরের বিদায় ঘণ্টা বেজে গেছে। সঙ্গে বিদায় নিচ্ছে মহামারির বছর। সঙ্গে একটা দশক।
এসবের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী টিনা রাসেল প্রকাশ করলেন নতুন গানচিত্র ‘চোখের ভেতর’।
নিজের ইউটিউব চ্যানেলে ৩১ ডিসেম্বর রাত ৮টা নাগাদ এটি উন্মুক্ত করেন টিনা। জুটি প্রোডাকশনের ব্যানারে বছরের শেষ প্রকাশিত গান হিসেবে এটি যুক্ত হলো। কারণ, বছরের এই শেষ রাতে আর কোনও নতুন গান প্রকাশের খবর মেলেনি। গানটি প্রকাশের মাধ্যমে আতশবাজির সঙ্গে যেন ছড়িয়ে গেলো প্রেমময় বার্তা—নতুন বছর আরও সুন্দরের।
জুলফিকার রাসেলের গীতিকবিতায় গানটির সংগীত পরিচালনা করেছেন রিদোয়ান নবী পঞ্চম।
গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘মহামারির একটি বছর ঘরবন্দি সময় কাটালাম। প্রশান্তি এটুকুই, সুস্থভাবেই কেটেছে। বলতে পারেন সেই তৃপ্তির প্রতিধ্বনি রয়েছে আমাদের এই গানে। সেই ভাবনা থেকেই বছরের একদম শেষক্ষণে এসে নতুন বছরের উপহার হিসেবে গানটি প্রকাশ করলাম। আমার বিশ্বাস, গানটির রেশ ধরে শ্রোতামনে প্রশান্তি ছড়াবে নতুন বছরে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস গ্রহণ করছেন টিনা রাসেল ও তাহসানএর আগে টিনা রাসেল সম্প্রতি পুরস্কৃত হয়েছেন ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর সেরা দ্বৈতগানের শিল্পী হিসেবে। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সঙ্গে গাওয়া ‘শেষ দিন’ গানটির জন্য এই স্বীকৃতি ঘরে তোলেন টিনা।
পাশাপাশি তিনি আলোচনায় থাকেন একাধিক গান রিমেক করে এবং নাগরিক টেলিভিশনে ‌‘গানবাক্স’তে উপস্থাপনা করে। ঘরবন্দি সময়ে সরব ছিলেন ফেসবুক লাইভ শোয়ের মাধ্যমেও।
টিনা রাসেল জানান, নতুন বছরে প্রকাশ পাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার একাধিক গানচিত্র।