বলিউডের ১২ ছবি: মিশ্র অভিজ্ঞতা

বেবি২০১৫ সালে সেরা বারো বলিউড ছবির নাম প্রকাশ করেছে আইএমডিবি। ছবির ব্যবসা, সমালোচনা ও দর্শকদের অভিমত থেকে তারা একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের ছবি। দেখে নেওয়া যাক ২০১৫ সালে বলিউডের কোন ছবিগুলো সেরা-
১- বেবি:
এ বছরের সেরা ছবির তালিকায়ি প্রথমেই রয়েছে ‘বেবি’। অক্ষয় কুমার অভিনীত ‘বেবি’ ছবিতে রয়েছে গোয়েন্দাসংস্থা আর জঙ্গিদের মধ্যে সংঘাতের জমজমাট কাহিনি।
২- বজরঙ্গি ভাইজান:
সালমান খান অভিনীত বজরঙ্গি ভাইজান রয়েছে দুই নম্বরে। পাকিস্তান থেকে ভারতে এসে আটকে পড়া মূক এক শিশুকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিতে চাওয়া ওই বজরঙ্গির (সালমান) চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।বজরঙ্গি ভাইজান

৩- দৃশ্যম:

অপ্রত্যাশিতভাবে একটি অপরাধে জড়িয়ে পড়া এক পরিবারের গল্প নিয়ে দারুণ রহস্য কাহিনি ‘দৃশ্যম’ রয়েছে তালিকার তিন নম্বরে। ছবিতে ওই পরিবারের প্রধানকর্তার ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। দৃশ্যম

৪- দিলওয়ালে:

বছরের প্রায় শেষে এসে মুক্তি পেলেও শাহরুখ খান অভিনীত ‘দিলওয়ালে’ রয়েছে জনপ্রিয়তম ছবির তালিকায় চতুর্থ অবস্থানে। এই ছবিতে ৫ বছর পর এক সময়ের জনপ্রিয় জুটি কাজল ও শাহরুখ একসঙ্গে অভিনয় করেন।দিলওয়ালে

৫- তানু ওয়েডস মানু রিটার্নস:

দর্শকের রায়ে এ বছরের সেরা ছবির তালিকায় পাঁচ নম্বরে আছে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। বিয়ে সংক্রান্ত জটিলতার গল্প নিয়ে হাসির ছবি ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ব্যাপক দর্শক টেনেছে।

৬- গাব্বার ইজ ব্যাক:

দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইন নিজের হাতে তুলে নেন একজন। অপহরণ, ভয় দেখানো, এমনকি হত্যা পর্যন্ত করেন তাদের। অ্যাকশনধর্মী ‘গাব্বার ইজ ব্যাক’ রয়েছে সেরা ছবির তালিকায় ৬ নম্বরে।গাব্বার ইজ ব্যাক

৭- বাজিরাও মাস্তানি:

ঐতিহাসিক চরিত্রদের নিয়ে গল্প ‘বাজিরাও মাস্তানি’। হিন্দু এক রাজার সঙ্গে মুসলিম এক নবাবজাদীর প্রেমের গল্প ‘বাজিরাও মাস্তানি’ জনপ্রিয়তার নিরিখে ৭ নম্বরে আছে। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।বাজিরাও মাস্তানি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি।

৮- মানঝি: দ্য মাউন্টেইন ম্যান: 

নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মানঝি: দ্য মাউন্টেইন ম্যান’ রয়েছে বর্ষসেরা ছবির তালিকায় অষ্টম অবস্থানে। বাইশ বছর ধরে পাহাড় কেটে পথ তৈরি করা এক ব্যক্তিকে নিয়েই ছবিটির গল্প।মানঝি দ্য মাউনটেন ম্যান ছবির পোস্টার

৯- প্রেম রতন ধন পায়ো:

‘লুক অ্যালাইক বা হামশকল’ নিয়ে আরও একটি ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। সালমান খান অভিনীত এই ছবি দর্শকের মতে সেরা দশের মধ্যে নবম।প্রেম রতন ধন পায়ো

১০- ব্রাদারস:

দুই ভাইয়ের পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে ছবি ‘ব্রাদারস’। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা।  ব্রাদারস

 ১১- তালভার:

মেঘনা গুলজারের এ ছবিটি অপরাধ নিয়ে। ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান ও কঙ্গনা সেন শর্মা। বেশ ভালো রেটিং নিয়ে ছবিটি ১১ নম্বর তালিকায় আছে।

১২- তামাশা:

বছরের অন্যতম আলোচিত এ ছবিটি তালিকায় আছে ১২ নম্বরে। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত এ ছবিটি নিয়ে ব্যক্তিজীবনেও নানা জলঘোলার খবর শোনা যায়। বক্স অফিসেই ভালো ফল করা ছবিটির পরিচালক ইমতিয়াজ আলি।তামাশা

/ইউআর/এম/