হাতে কেন রক্তাক্ত হাতুড়ি!

চোখে-মুখে রক্তের ছাপ, হাতে হাতুড়ি। প্রতিশোধের নেশায় ক্ষিপ্ত হয়ে আছেন অভিনেতা অপূর্ব।

সাধারণত রোমান্টিক কিংবা নিপাট প্রেমিকের আদলেই দর্শকদের সামনে ধরা দেন এই অভিনেতা। কিন্তু এবার দেখা গেলো পুরো বিপরীত! যেন খুন চেপে বসেছে তার মগজে। কিন্তু কেন তার এই পরিণতি? জবাব মিলবে সদ্য মুক্তি পাওয়া ‘ট্রল’-এ।

স্বরূপ চন্দ্র দে’র রচনায় অপূর্বকে মুখ্য করে এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এটি মুক্তি পেলো দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিক-এ।

৯০ মিনিট দৈর্ঘ্যের এই সাইলেন্ট কিলার ঘরানার গল্পে অপূর্বর বিপরীতে আছেন তাসনিয়া ফারিন।

সঞ্জয় সমদ্দার বলেন, ‌‘গল্পটি একজন সাইলেন্ট কিলারের। গল্পটির অনেক লেয়ার দেখতে পাবেন দর্শকরা। মানে মূল গল্পের ভেতরে অনেক ছায়াগল্প। চেয়েছি ভিন্ন কিছু করতে। অপূর্ব ভাইও দারুণ অভিনয় করেছেন। গল্পটি বোধের কিংবা প্রতিশোধের হলেও এতে মানবিকতার আহ্বান রাখার চেষ্টা করেছি।’

অপূর্ব-ফারিন ছাড়াও এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, লরেন মেন্ডিস, পড়শি প্রমুখ।

কাজটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমি নই, দর্শকরাই ভালো বলতে পারবেন। আমি দর্শকদের মন্তব্যের অপেক্ষায় আছি।’