তাদের নিয়ে পূর্ণদৈর্ঘ্য ‘রক্তজবা’

‘কাঠবিড়ালী’ ছবিটি নির্মাণ করে ভালোই পাদপ্রদীপের নিচে চলে আসেন তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা। যদিও দিনশেষে বাণিজ্যিক বা জাতীয় পুরস্কারে বিশেষ সুবিধে করতে পারেনি ছবিটি। তবুও, ছবিটিকে ঘিরে এখনও প্রশংসার রেশ রয়ে গেছে বিকল্প ঘরানার দর্শক-সমালোচকদের কাছে।

সম্ভবত সেই ভরসা নিয়ে অনেকটাই নীরবে ফের মাঠে নামলেন মুক্তা ও তার দল। এবারের নাম ‘রক্তজবা’। পাত্র-পাত্রী হিসেবে বেছে নিলেন ‘ন’ডরাই’ নায়ক শরিফুল রাজ আর ‘হালদা’খ্যাত গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।

১৫ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলবে ঢাকা, চাঁদপুর ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়।

শুটিংয়ে ‘রক্তজবা’: জর্জ, নিয়ামুল, তিশা ও রাজশনিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিয়ামুল মুক্তা। তিনি বলেন, ‘একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি রহস্যময় চিঠির সূত্র ধরে সিনেমার গল্পটি শুরু করছি। বাকিটা দেখা যাক।’

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এই ছবিটির কাহিনি ও চিত্রনাট্যে লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়ীতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, কাজী তানভীর রশিদ অপুসহ অনেকে।