১৮ প্রেক্ষাগৃহে অধরার প্রথম ছবি

১৯ ফেব্রুয়ারি দেশের মাত্র ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো অধরা খানের প্রথম সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’।

আতিকুর রহমান লাভলু পরিচালিত সিনেমাটিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নূর ও সুমিত।

সিনেমাটি পরিবেশনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, ঢাকাসহ দেশের ১৮ সিনেমা হলে চলছে ত্রিভুজ প্রেমের এ সিনেমাটি।

২০১৬ সালের দিকে শুরু হয় ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার শুটিং। গেলো বছরই সেন্সর ছাড়পত্র পায়। কিন্তু করোনা মহামারির কারণে মুক্তি থেমে যায়। অবশেষে সেটি মুক্তি পেলো আজ (১৯ ফেব্রুয়ারি)।

এ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে এসেছিলেন নায়িকা অধরা খান। তবে মাঝে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

ক্যারিয়ারের প্রথম ছবিটি মুক্তি প্রসঙ্গে অধরা বলেন, ‘প্রথম সিনেমার সঙ্গে সবার বিশেষ আবেগ মিশে থাকে। এই ছবিটিও আমার জন্য অনেক বড় আবেগের বিষয়। কিন্তু নানা জটিলতা ও করোনার কারণে ছবিটি মুক্তি দিতে বিলম্ব হলো। শেষ পর্যন্ত এটি যে মুক্তি পেয়েছেই, সেটাই আমার কাছে আনন্দের বিষয়। সবাইকে অনুরোধ জানাই, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।’

সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন শাহীন সুমন। শুরুতে পরিচালক হিসেবেও ছিল তার নাম। কিন্তু মুক্তির ঠিক আগে জানা যায় নতুন পরিচালকের নাম।

ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয়রাজ প্রমুখ।