হচ্ছে না জয় বাংলা কনসার্ট, ফেসবুক-টিভিতে আয়োজন

করোনা মহামারির কারণে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ হচ্ছে না ‘জয় বাংলা কনসার্ট’। তবে আয়োজক ইয়াং বাংলা জানিয়েছে, পুরনো আয়োজনগুলো নিয়ে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে থাকছে নানা অনুষ্ঠান।

এছাড়াও ৭ মার্চ উপলক্ষে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে ২০১৫ সাল থেকে প্রতিবছর জয় বাংলা কনসার্ট হয়ে আসছে।

এসব বছরের আকর্ষণীয় অংশবিশেষ দিয়ে আজকের আয়োজন সাজানো হয়েছে।

ইয়াং বাংলা জানায়, রবিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল টোয়েন্টিফোরে দেখানো হবে বিগত জয় বাংলা কনসার্টে ওয়ারফেজ ও চিরকুটের পরিবেশনা। গান বাংলা চ্যানেলে রাত ৮টায় থাকছে আর্টসেল ও ভাইকিংসের গান।

রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গাওয়া দেশাত্মবোধক গানগুলো দেখানো হবে।

এদিকে, জয় বাংলা কনসার্টে নিয়মিত স্টেজ মাতানো দুই ব্যান্ড ‌‌‌‘শূন্য’ ও ‘ক্রিপটিক ফেইট’ অনলাইনে গান প্রকাশের ঘোষণা দিয়েছে।