হাসপাতালে ‘সুস্থ’ মিমি, অপেক্ষা নেগেটিভ ফলের

করোনা পজিটিভ হয়ে ৯ দিন নিজ বাসায় ছিলেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। এরপর খানিক অবনতি অনুভব করায় ১ এপ্রিল ভর্তি হন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

এখনও সেখানেই আছেন, কেবিনে। প্রায় পুরোপুরি সুস্থবোধ করছেন। নেই কোনও করোনাকেন্দ্রিক জটিলতা। অপেক্ষা নেগেটিভ ফলাফলের।

মিমির দীর্ঘ জীবনের নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ বাংলা ট্রিবিউনকে মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য জানান। তার ভাষায়, ‘এখন তিনি পুরোপুরি সুস্থ। তবে ফলাফল নেগেটিভ আসার আগে বাসায় যাচ্ছেন না তিনি।’

হাসপাতালে ভর্তি হওয়ার পর নজরুল সৈয়দের মাধ্যমেই আফসানা মিমি এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন সবার জন্য। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমি কিন্তু শুধু করোনা পজিটিভ না, আমি সব সময়ই খুব পজিটিভ।’

করোনায় আক্রান্ত আফসানা মিমি, হাসপাতালে ভর্তি

সেই আফসানা মিমি এখন শতভাগ সুস্থবোধ করেও হাসপাতালে অধীর অপেক্ষায় আছেন একটি নেগেটিভ ফলাফলের! কারণ, বাসায় তার বাবা ও স্বজন। হাসপাতালে ভর্তির পরদিনও তিনি বিষয়টি উল্লেখ করেছেন প্রকাশ্যে।

বলেছেন, ‘ভাবলাম ৮৪ বছরের বাবা আর কতদিন আমার জন্য ঘরবন্দি থাকবেন! বরং আমি হাসপাতালে থেকে ট্রিটমেন্ট নিই। বাবাও একটু বাড়ির মধ্যে আরাম করে হাঁটা-চলা করুন আর বাড়ির কাজে যারা সাহায্য করেন তারাও আরেকটু নিরাপদ থাকুন। তাহলে আমারও এর চেয়ে বিপদের সম্ভাবনা থাকবে না।’

ধারণা করা যায়, মূলত বাবার কথা ভেবেই আপাদমস্তক পজিটিভ এই অভিনেত্রী এখন অধীর অপেক্ষায় হাসপাতালে পড়ে আছেন- একটি নেগেটিভ বার্তার আশায়!

হাসপাতাল থেকে মিমির চিরকুট: আমি কিন্তু সবসময়ই পজিটিভ!