১৩ দিন পর বাসায় ফিরলেন ওমর সানী!

গত ৪ এপ্রিল বিষণ্ণ এক খবর পান মৌসুমী-ওমর সানী দম্পতি। জানতে পারেন, মৌসুমী নিজেসহ ছেলে ফারদিন স্বাধীন ও নব পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশা করোনায় আক্রান্ত।

তবে সৌভাগ্যক্রমে ভাইরাস ছুঁতে পারেনি নায়ক ওমর সানীকে। তাই সাবধানে থাকতে পরিবার থেকে দূরে ছিলেন তিনি। চিকিৎসকের সুবজ সংকেত মেলায় এবার বাসায় ফিরলেন এই তারকা।

বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনকে সানী বলেন, ‌‘১৩ দিন পর বাসায় ফিরলাম, শুধু এটুকুই বলতে চাই। এখন নিরাপদ একটা জায়গা তৈরি হয়েছে। চিকিৎসক বলেছেন দেখেই আবার বাসায় ফিরলাম।’

পরিবারের সবাই ভাইরাস নেগেটিভ হয়েছেন কিনা- এ বিষয়ে স্পষ্ট করে বলতে চান না এই তারকা। তার ভাষ্য, ‘পজিটিভ না নেগেটিভ এটা বিষয় না। পজিটিভ সংবাদ আছে বলেই আমি বাসায় ঢুকলাম।’

ফারদিন-সামিয়া ও মৌসুমী-সানী

গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একমাত্র ছেলে স্বাধীনের বিয়ে বেশ ধুমধাম করে দেন মৌসুমী ও ওমর সানী। এরপর স্বজনসহ তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হন।