এফ এ সুমনের কণ্ঠে ‘আল কোরআন’

রক-আধুনিক ঘরানার গান করে দারুণ জনপ্রিয় এফ এ সুমন। বিরহ তার গানের মূল অনুষঙ্গ।

তবে এবার সেই ধারা থেকে খানিক বাইরে এলেন সুমন। গাইলেন ধর্মীয় গান। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রকাশ পেয়েছে এটি। নাম ‘আল কোরআন’।

সুর করেছেন সুমন নিজেই। গানটি রচনা করেছেন হাবিব মোস্তফা। ২৪ এপ্রিল সন্ধ্যায় এফ এ সুমনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।

গানটির কথাগুলো এমন- এ জমিন- আসমান, জানিয়ে দেয় তুমি মহান/ আঁধার সরাতে- এ ধরাতে/ দিয়েছো আল কোরআন।

গানটি সম্পর্কে গীতিকবি হাবিব মোস্তফা বলেন, ‘সুমন ভাই এ সময়ের অত্যন্ত জনপ্রিয় ও মানসম্মত গানের স্রষ্টা। তার কণ্ঠে ইসলামিক বা মরমি গান করার একটা প্ল্যান ছিল আমার। সেটি এবার পূর্ণ হলো।’

এফ এ সুমন বলেন, ‘কোনও ধরনের বাণিজ্যিক চিন্তা থেকে নয়, বরং পরম করুণাময় আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে আমার এই গান। ইতিমধ্যে এই রোজায় আমি দুটি গান প্রকাশ করেছি। চেষ্টা থাকবে নিয়মিত- এ ধরনের গান করে শ্রোতাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার।’