নেটফ্লিক্সে নতুন

ফাতমা: প্রায় অদৃশ্য এক সিরিয়াল কিলার

তুর্কি সিরিজে ইদানীং আগ্রহ বেড়েছে আমাদের দর্শকদের। আর সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে সাসপেন্সে ভরপুর সিরিজ ‘ফাতমা’। নেটফ্লিক্সে আজই (২৮ এপ্রিল) যোগ হলো এ সিরিজের প্রথম সিজন।

তুর্কি সিরিয়াল মানেই যে ইতিহাসনির্ভর ড্রামা নয়, সেটাও প্রমাণ করবে ফাতমা। মূল চরিত্রে ফাতমা ইলমাজ।

অনেক সিনেমাতেই দেখা যায়, বড় কোনও ভবনের ভেতর টানটান অ্যাকশনের মুহূর্তে দ্রুত ছোটাছুটি করে আড়ালে চলে যান ক্লিনাররা। তাদের কেউ দেখেও না। আর এমনই এক ক্লিনার চরিত্রের নাম ফাতমা। যাকে কেউ দেখেও না। আর এই সুবিধাটাকেই কাজে লাগিয়ে একের পর খুন করে চলেন তিনি।

জেল থেকে ছাড়া পাওয়া স্বামীর সন্ধান করতে গিয়েই ঘটনাচক্রে একজনকে খুন করতে হয় ফাতমাকে। তার এই ঘটনা জেনে ফেলে আন্ডারওয়ার্ল্ড-এর একজন। এরপর অপরাধীদের জাল ছড়ানোর জগতে বেঁচে থাকার জন্য একই কায়দায় আরও খুন করে যেতে হয় তাকে। কেবল ‘সন্দেহ করার মতো নয়’ বলেই বেঁচে যান ফাতমা। দিনে দিনে হয়ে ওঠেন এক অদৃশ্য খুনি। তারপর শুরু হয় আরেক পরিবর্তনের পর্ব। নিজের আত্মপরিচয় নিয়ে আরেকবার ভাবতে শুরু করেন ফাতমা ইলমাজ।

সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় টিভি অভিনেত্রী বারকু বিরিসিক। এর আগে আরও অনেকগুলো টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি।