X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আরও চমক নিয়ে ফিরছে ‘স্কুইড গেম’

বিনোদন ডেস্ক
২২ মে ২০২৩, ১৫:৪৯আপডেট : ২২ মে ২০২৩, ১৫:৪৯

দীর্ঘ ১২ বছরের প্রস্তুতি নিয়ে সিরিজটি বানিয়েছিলেন কোরিয়ান নির্মাতা হং ডং-ইউক। এরপর সেটি মুক্তি পায় ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে। মুক্তির পর পুরো ওটিটি জগতের চেহারা বদলে দিয়েছে সিরিজটি। বিশ্বজুড়ে ঝড় তুলে নেটফ্লিক্সের সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিয়েছিল।

হ্যাঁ, ‘স্কুইড গেম’র কথাই বলা হচ্ছে। তুমুল দর্শকপ্রিয়তা পাওয়া সেই সিরিজের দ্বিতীয় সিজন আসছে। এই ঘোষণা অবশ্য গেলো বছরের জুন মাসেই এসেছিল। তবে এবার নেটফ্লিক্স দিলো সিরিজটির মুক্তির বার্তা। আগামী নভেম্বরেই মুক্তি পাবে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’। তবে নির্দিষ্ট তারিখ এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।

বলা হচ্ছে, এই সিজনে আরও বেশ টুইস্ট থাকবে। তবে আগের সিজনের মতো এই কিস্তিতেও থাকছে ৪৫৬ জন প্রতিযোগী। যারা মরণঘাতি সব খেলায় মেতে উঠবে মোটা অংকের টাকার জন্য।

সিরিজটি নিয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, “প্রথম সিজন মুক্তির প্রায় দুই বছর হয়ে গেছে। এই সময়ে আমরা বিশ্বব্যাপী দর্শকের আগ্রহ ও চিন্তা-ভাবনা প্রত্যক্ষ করছি। ব্যতিক্রম রহস্য, নাটকীয়তা আর সামাজিক বার্তা নিয়ে ‘স্কুইড গেম’ নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজগুলোর একটিতে পরিণত হয়েছিল। আগামী নভেম্বরেই পর্দায় আসছে নতুন সিজন।’’

সিরিজের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা লি জুং-জি প্রথম সিজনে টিকে থাকা কিছু চরিত্রের সঙ্গে নতুন চমক দেখা যাবে ‘স্কুইড গেম’র দ্বিতীয় সিজনে। এছাড়া হলিউডের একজন জনপ্রিয় তারকাও নাকি হাজির হতে পারেন অতিথি চরিত্রে। সেক্ষেত্রে লিওনার্দো ডিক্যাপ্রিওর নাম নিয়ে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে অফিসিয়াল কোনও ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ‘স্কুইড গেম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লি জুং-জি, হো ইয়োন জুং, গং ইউ, উই হা-জুন, লি ইউ-মি, পার্ক হি-সু প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)
চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)
এর জন্যই তবে দম নিচ্ছিলেন সিয়াম!
এর জন্যই তবে দম নিচ্ছিলেন সিয়াম!
ওসি হারুন থেকে উকিল মোবারক, মোশাররফ করিমের নতুন চমক
ওসি হারুন থেকে উকিল মোবারক, মোশাররফ করিমের নতুন চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’