অক্সিজেন যন্ত্র নিয়ে মানুষের পাশে অক্ষয়-টুইঙ্কেল

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশজুড়ে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। প্রতিদিনই এর অভাবে মারা যাচ্ছে মানুষ। এ পরিস্থিতিতে এবার জনসেবায় এগিয়ে এলেন বলিউডের আলোচিত দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না।

করোনার বিরুদ্ধে লড়তে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন তারা।

বিশেষ এ যন্ত্রের মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করা হয়। তারপর নলের মাধ্যমে রোগীকে অক্সিজেন দেওয়া যায়।

বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টুইঙ্কেল লেখেন, ‘গত কয়েক সপ্তাহে আমি অনেক কিছু উপলব্ধি করলাম। আমার নিজের পরিবারের সদস্য অসুস্থ। কিন্তু আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা সকলে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যে এগিয়ে আসুন। অন্তত এটা যাতে বলা যায়, এই কঠিন সময় আমাদের সেরাটা উজাড় করে দিয়েছি।’

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। এখন তিনি সুস্থ আছেন।

জানা যায়, লন্ডন এলিট সোসাইটির ডা. দ্রশনিকা প্যাটেল এবং গোবিন্দ ভারতের জন্য ১২০টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তাদের সঙ্গে যৌথভাবে আরও ১০০টি কনসেনট্রেটর নিয়ে আসার ব্যবস্থা করেছেন অক্ষয় ও টুইঙ্কেল। এদিকে ক্রিকেটার ও সংসদ সদস্য গৌতম গম্ভীরের ফাউন্ডেশনেও ১ কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার।

সূত্র: হিন্দুস্তান টাইমস