করোনা পজিটিভ কঙ্গনা

‘ভারতে অক্সিজেনের চেয়ে ধর্মের প্রয়োজন বেশি’

বিতর্কিত মন্তব্যের কারণে গেল সপ্তাহে স্থায়ীভাবে টুইটার অ্যাকাউন্ট হারালেন কঙ্গনা রনৌত। এরপরই করোনা পজিটিভ ফল পান হাতে! তবুও তিনি থামছেন না। বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন।

শনিবার (৮ মে) করোনা পজিটিভ হওয়ার পর তার প্রতিক্রিয়া এমন, ‘এটা কিছুই না। সামান্য জ্বর।’ জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।

এদিকে দেশটির চলমান চরম অক্সিজেন সংকটের এই সময়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য, ‘ভারতে অক্সিজেনের চেয়ে ধর্মের প্রয়োজন বেশি’। এমন সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন দেশটিতে অক্সিজেনের জন্য রীতিমতো হাহাকার চলছে। শুধু অক্সিজেনের অভাবেই বেশিরভাগ রোগী মৃত্যুবরণ করছে সেখানে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর, ‘দিল্লিতে অক্সিজেন নিয়ে চূড়ান্ত অব্যবস্থা চলছে।’ সেই খবরের প্রতিক্রিয়া হিসেবে কঙ্গনার মন্তব্য, ‘ভারতে আর অক্সিজেনের প্রয়োজন নেই। ভগবানের ভয় পাওয়া দরকার এখানে। প্রয়োজন ধর্মের।’ তার অভিযোগ, দেশে চোর ভর্তি। আর তাই মানবজাতির প্রয়োজন মানবিকতা, অক্সিজেন নয়!

এর আগেও কঙ্গনা অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য ‘স্থায়ী সমাধান’ দিয়েছিলেন রোগীদের। তার ভাষায়, ‘যাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তারা দয়া করে একটি কাজ করুন- গাছ লাগান। আর যদি সেটি করতে না পারেন, অন্তত গাছ কাটা বন্ধ করুন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস