২৬ বছর পর ২৭ মে এক হচ্ছেন ছয় ‘ফ্রেন্ডস’

বলা হয়, টিভি সিরিজের দর্শক দুই প্রকার- যারা ‘ফ্রেন্ডস’ দেখেছে, আর যারা দেখেনি। আপনি যদি প্রথম সারিতে পড়ে থাকেন, তবে খবরটা হয়তো আগেই শুনেছেন।

আর শোনামাত্রই জেনিসের মতো করে নিশ্চয়ই বলেছিলেন ‘ও মাই গড!’ খবরটা যে উচ্ছ্বসিত হওয়ার মতোই।

২৬ বছর পর সেই ছয় বন্ধু আবার একসঙ্গে হাজির হবেন ফ্রেন্ডস-এর সেটে। জেনিফার অ্যানিস্টন ওরফে র‌্যাচেল ও কোর্টনি কক্স ওরফে মনিকা; ‍দুজনই ইনস্টাগ্রামে খবরটা নিশ্চিত করেছেন। শুভদিনটা ঠিক করা হয়েছে আগামী ২৭ মে।

এইচবিও ম্যাক্স চ্যানেলে প্রচারিতব্য এক ঘণ্টার এ অনুষ্ঠানটিকে ‘ফ্রেন্ডস রিইউনিয়ন’ বলা হলেও এটি ফ্রেন্ডস-এর নতুন কোনও পর্ব হবে না। কারণ, তাতে কোটি কোটি ভক্তের মেজাজ বিগড়ে যেতে পারে। পর্বের মতো সাজানো এ অনুষ্ঠানটিতে ছয় বন্ধুকে (জোয়ি, মনিকা, র‌্যাচেল, রস, চ্যান্ডলার ও ফিবি) দেখা যাবে ফ্রেন্ডস-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন সেটে ঘুরে বেড়াতে আর তা নিয়ে মজার মজার সব কথা বলতে।

সিরিজে সবকিছুতেই বাড়াবাড়ি রকমের উচ্ছ্বাস প্রকাশ করতেন কোর্টনি কক্স (মনিকা)। তিনি তার পোস্টে লিখেছেন, ‘এসব ঘটনা প্রতিবছর ঘটে না। এমনকি প্রতি ১০ কিংবা ১৫ বছরেও একবার ঘটে না। আমার ভাগ্য ভালো যে ফ্রেন্ডসদের সঙ্গে পুনর্মিলনীর সুযোগ পেয়েছি।’

আর ‘ফ্রেন্ডস’ ভক্তরাও এ ঘটনায় এতটাই উচ্ছ্বসিত যে, তাদের অনেকেই রিটুইটে লিখছেন, ‘আমরা মনিকার চেয়েও বেশি এক্সাইটেড’।

সূত্র: স্পটবয়