ইসরায়েল ইস্যু নিয়ে এক যুগ পর তাদের ফেরা (ভিডিও)

দুই দশক আগে ২০০২ সালে ‘একটা চাদর হ‌বে’ নামের গান‌ দিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনায় আসেন তরুণ গায়ক জেনস সুমন। গান জনপ্রিয়তা পেলেও তার নাম, কণ্ঠ, গেটআপে ছিল নগরবাউল জেমসের ছায়া, এসব নিয়ে খানিক সমালোচিত ছিলেন সুমন।

আর এই সৃষ্টির কারিগর ছিলেন ইথুন বাবু।

বলা যায়, দুজনেই লম্বা সময় দলছুট ছিলেন। ইথুন বাবুকে নানাবিধ গানে মাঝে মাঝে পাওয়া গেলেও জেনস সুমন একেবারেই অনুপস্থিত।

২০০৮ সালে ইথুন বাবুর সুরে এসেছিল সুমনের ‘মন চ‌লো রূ‌পের নগ‌রে’ শিরোনামে অপর অ্যালবাম। এরপর অনেকটাই আড়ালে চলে গেছেন জেনস।

তবে প্রায় এক যুগ পর আবারও ফিরেছেন এ জুটি। তাদের নতুন গানের শিরোনাম ‌‘আতর গোলাপ জল’।

ফিলিস্তিনে গাজা দখলকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলার খতিয়ান মূলত উঠে এসেছে এ গানে। এর কথা, সুর-সংগীত করেছেন ইথুন বাবু।

তিনি বললেন, ‘‘এতে বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। ‘একটা চাদর হবে’ গানটার কাহিনি যদি কেউ শুনে থাকেন অথবা ধারণ করে থাকেন, সেই প্রেক্ষাপট থেকে সুমনকে নিয়ে দারুণ একটা চেষ্টা ‘আতর গোলাপ জল’।’’

তিনি জানান, ‘আতর গোলাপ জল’ এখানে রূপকভাবে বর্তমান বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। বিভীষিকাময় ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ নিহতদের স্মরণ করা হয়েছে।

এর কয়েকটা বাক্য এমন- ‘আতর গোলাপ জল/ একটা আর্তনাদের বল/ একটা প্রতিবাদের দল/ একটা বন্দুকের নল।’

২০ মে গানটি প্রকাশ হলো ইবি মিউজিক টিভির ইউটিউব চ্যানেলে।