হারলেন জোলি জিতলেন ব্র্যাড পিট

২০১৯ সাল থেকেই আলাদা থাকছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তবে নাবালক সন্তানরা কার হেফাজতে থাকবে তা নিয়ে চলছিল মামলা-মোকদ্দমা।

অবশেষে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। দু’জনকেই দেওয়া হয়েছে অর্ধেক-অর্ধেক অধিকার। মানে পাঁচ নাবালক সন্তানের দেখভাল করতে পারবেন মা-বাবা দু’জনই।

ব্র্যাড পিটের পারিবারিক সহিংসতার ইতিহাস সম্পর্কে আদালতকে জানিয়েছিলেন অ্যাঞ্জেলিনা। কিন্তু সেটা আর আমলে নেয়নি আদালত।

আদালতে কয়েক মাস শুনানির পর ব্র্যাড পিটই জিতে যান। কারণ জোলি তার সন্তানদের নিজের হেফাজতেই রাখতে চেয়েছিলেন। অপরদিকে ব্র্যাড পিটও বাবা হিসেবে সন্তানদের অর্ধেক সময় নিজের হেফাজতে রাখার আবেদন করেছিলেন। আদালত দু’জনের কাছেই অর্ধেক সময় নিজের সন্তানদের রাখার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ৫ নাবালক সন্তানদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে, তবে ১৯ বছর বয়সী ম্যাডক্সের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস