আবার আলোচনায় ‘রিকশা গার্ল’ (ভিডিও)

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আয়নাবাজি’ ছবি দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এরপর থেকে যখনই তার চলচ্চিত্রের প্রসঙ্গ এসেছে, দর্শকরা বাড়তি আগ্রহ নিয়ে খোঁজ নিয়েছেন।

এই চলচ্চিত্রকারের দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’-এর শুটিংয়ের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত ছিলেন নেটিজেনরা।

অনেক দিন পর একই বিষয় নিয়ে আবারও আলোচনা চলছে ফেসবুকে। কারণ, গতকাল (২ জুন) ফেসবুকে অবমুক্ত হয়েছে ছবিটির ট্রেলার। কয়েক ঘণ্টার মধ্যে চার হাজারের বেশি শেয়ার হয়েছে।

২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেলারে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা গেছে। এর বেশিরভাগ সময়জুড়েই ছিলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নভেরা রহমান।

পরিচালক অমিতাভ রেজা জানান, ছবিটি নির্মিত হলো ইংরেজি ভাষায়। বাংলা সিনেমা ও সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতেই তার এই উদ্যোগ।

‘রিকশা গার্ল’ সিনেমার গল্প নির্মিত হয়েছে কিশোরী নাঈমার জীবনে নানা স্বপ্ন নিয়ে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ।

নভেরা ছাড়াও দেখা যাবে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেক প্রিয়মুখ।

উল্লেখ্য, ছবিটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। পাশাপাশি সেখানেই হবে প্রিমিয়ার। আর উৎসবে নির্বাচিত হওয়ায় ছবিটি অস্কারের বিশেষ সুবিধা পাবে।