বঞ্চিত শিশুদের সঙ্গে নওশাবার অন্যরকম এক বিকাল

সিসিমপুর বা পাপেট শো- শিশুদের সঙ্গে সব সময়ই এসব কাজে বেশ উৎসাহী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এবার যেমন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অন্যরকম এক বিকাল কাটালেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এ তারকা।

গতকাল (১২ জুন) ঢাকা উদ্যানের সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সঙ্গে ফল উৎসবে অংশ নেন নওশাবা। ছিল নাচ-গান ও আড্ডার আয়োজনও।

ফল তুলে দিচ্ছেন নওশাবা

আর এতে যারা অংশ নিয়েছে তারা সবাই ঢাকা উদ্যানের বস্তির ছেলে-মেয়ে।

জানা যায়, মৌসুমি ফলের স্বাদ দিতেই মূলত এই উৎসবের আয়োজন করেছিল স্কুলটির পৃষ্ঠপোষক সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। আর এতে অতিথি হিসেবে বাচ্চাদের সঙ্গে যোগ দেন অভিনেত্রী নওশাবা।

বৃক্ষরোপণ

এই শিল্পী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের বাচ্চাদের চেয়েও স্বাধীন কিন্তু তাদের জীবন অনিশ্চয়তায় ভরা। এদের প্রতিভা আরও বিকশিত করতে তাদের আমি আমার পাপেট টিমে যুক্ত করবো। আর এরা এমনিতেই অনেক প্রতিভাবান। তাদের ছবি নিয়ে নিয়মিতই দৃক গ্যালারিতে প্রদর্শনী হয়। বস্তির হলেও অনেকে দেখলাম আবাহনী মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে। তারা যদি সবার সহযোগিতা পায় তাহলে ভবিষ্যতে আরও ভালো করবে।’

নির্বাক থাকার খেলায় নওশাবা

এদিকে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান জানান, গরিব এ শিশুরা যেন মৌসুমি খাবার পায় এ জন্যই ফল উৎসবের আয়োজন। তাদের নিয়ে নিয়মিতই ইস্যুভিত্তিক এমন মজার সব উৎসব করে আসছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি।

চলছে আড্ডা