৭শ’ পর্বে ‘মান অভিমান’, লক্ষ্য এক হাজার

দীপ্ত টিভি’র অন্যতম সফল ধারাবাহিক ‘মান অভিমান’ ছুঁতে যাচ্ছে ৭০০তম পর্বের মাইল ফলক।

২৪ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই বিশেষ পর্বটি প্রচার হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় ‘মান অভিমান’ নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। নাটকটি পরিচালনা করছেন আশিস রায়।

২০১৯ সালের ৫ জানুয়ারি নাটকটির প্রথম পর্ব প্রচার হয়। এরপর থেকে প্রতি সপ্তাহের শনিবার থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। নিার্মাতার ভাষ্যে, ‘শুরু থেকে এখনও নাটকপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে সিরিজটি। এই ধারাবাহিকতা সামনেও ধরে রাখতে চাই।’

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ আরও অনেকে।

লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ জানান, নাটকটি অন্তত এক হাজার পর্ব নির্মাণের পরিকল্পনা রয়েছে।