১২ বছর পর তাদের জন্মঘরে ফেরা

বলা হয়, ইথুন বাবুর কথা-সুরের ওপর দাঁড়িয়েই আসিফ আকবরের এতদূর। মাঝে খানিক তিক্ততা হলেও ফের দু’জনে এক হলেন। এখানেই শেষ নয়, এক হয়ে এবার তারা ফিরলেন নিজেদের জন্মঘর সাউন্ডটেক-এ। যেখান থেকে সংগীতের মূল ধারায় তাদের জন্ম হয়েছে।

ইথুন-আসিফ জুটি জানালেন, টানা ১২ বছর পর নতুন গান নিয়ে ফিরছেন সাউন্ডটেক থেকে। গানের শিরোনাম ‌‌‘একা’। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতায়োজনে ইতোমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

তিনি বললেন, ‘এই ফেরা নিয়ে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি। নিজ ঘরে ফিরেছি আমি। আলহামদুলিল্লাহ। সাউন্ডটেক আমাদের ভালোবাসার নাম ও স্থান। বাবুল ভাই ও বাবু ভাইয়ের জন্য শুভকামনা।’

ইথুন বাবুর প্রতিক্রিয়াও প্রায় একই। বললেন, ‘সাউন্ডটেক আমার ঘর। ঘরে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। ধন্যবাদ সুলতান মাহমুদ বাবুল ভাইকে।’

সালটা ২০০১। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে তৈরি হলো নতুন এক অ্যালবাম। নাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। এ অ্যালবামের মাধ্যমেই দেশের সংগীতাঙ্গন পেয়েছিল অডিও যুবরাজ আসিফ আকবরকে। এরপর নানা মান-অভিমানে দূরে ছিলেন এই জুটি। একসঙ্গে আর হয়ে ওঠেনি কোনও কাজ। এরপর ২০১৯ সালে অভিমান ভাঙে দু’জনের। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় এই জুটির নতুন গান ‘চুপ চাপ কষ্টগুলো’।

সাউন্ডটেক কর্ণধার সুলতান মাহমুদ বাবুল জানান, ঈদকে কেন্দ্র করে বাবু-আসিফ জুটির নতুন গানটি বড় আয়োজনে প্রকাশ পাবে শিগগিরই।