অ্যাপ থেকে ১৬ প্রেক্ষাগৃহে উঠলেন শাকিব খান

অ্যাপে মুক্তি পাওয়া শাকিব খানের প্রথম ও একমাত্র ছবিটি নিয়ে কম জলঘোলা হলো না। এমনকি পরিচালককে যেতে হলো জেলেও!

সেই ‘নবাব এলএল.বি’ এবার অ্যাপ থেকে উঠলো প্রেক্ষাগৃহের পর্দায়। ২৫ জুন দেশের ১৬টি সিনেমা হলে এটি মুক্তি পেলো। পরিচালক অনন্য মামুন পরিচালিত এই সিনেমার মাধ্যমে টানা ৪৭৬ দিন পর প্রেক্ষাগৃহে ফিরলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান।

এর আগে ছবিটি গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে মুক্তি পায়। সিনেমাটির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলায় পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করা হয়। ১৮ দিন হাজত বাসের পর মুক্তি পান তারা। পাশাপাশি ছবিটিকে জমা দিতে হয় সেন্সর বোর্ডে। ৯ মিনিট ৪৩ সেকেন্ড কেটে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অনুমোদন দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

পরিচালক জানান, আরও বেশি সংখ্যক সিনেমা হলে মুক্তির কথা থাকলেও অনেক হল মালিক প্রশাসনের ভয়ে সিনেমা হল খুলতে চাইছেন না। তাই যে হলগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখছে সেখানেই মুক্তি দেওয়া হয়েছে।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।