অস্ট্রেলিয়ার শহরতলির গল্পে নিরব-মারিয়া!

লা পেরুজ, অস্ট্রেলিয়ার শহরতলির মতো একটা স্থান। সিডনি থেকে ১৪ কিলোমিটার দূরে সমুদ্রঘেরা এ শহর থেকে সূর্যাস্ত দেখতে অনেকেই যান। এ স্থানটি নিয়ে এবার তৈরি হলো ঈদের নাটক। নামও ‘লা পেরুজের সূর্যাস্ত’।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প থেকে এটি তৈরি হয়েছে। মাসুম শাহরিয়ারের রচনায় যা পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। সঙ্গে আছেন আরজে ও উপস্থাপক মারিয়া নূর ও নিশাত প্রিয়ম।

যার ফলে এর মাধ্যমে দীর্ঘদিন পর নাটকে দেখা যাবে নিরবকে। নাম ও নাটকের গল্প অনেকটাই তাকে ঘিরে।

গল্পটা অস্ট্রেলিয়ার লা পেরুজকে ঘিরে হলেও এর শুটিং পুরোটাই হয়েছে ঢাকায়! এতে দেখা যাবে, লা পেরুজ নিয়ে এক ধরনের ফ্যান্টাসি আছে নিরবের মধ্যে। তার জীবনের গল্পটাও মিলে যায় সেখানকার সূর্যাস্তের মতো।

আরেকটি দৃশ্যে মারিয়া ও নিরবএর মাধ্যমে দীর্ঘদিন পর ঈদের নাটকে অভিনয় করলেন মারিয়া নূরও। ঈদে তার এই একটি নাটকই দেখা যাবে। তিনি বলেন, ‘ঈদে ক্রিকেট বিষয়ক উপস্থাপনায় দেখা যাবে আমাকে। আর এই একটি নাটকই করলাম। এতে আমি নিরবের স্ত্রী। আর তার সাবেক প্রেমিকা হলেন প্রিয়ম।’

এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে।