X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭

মাত্রই শেষে করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। এরই মধ্যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমণি। সিনেমার নাম ‘গোলাপ’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।

খবরটি নিজেই জানিয়েছেন পরী। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিরবের সঙ্গে কিছু ছবি শেয়ার করেন পরী। সেখানে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…! নিরব ও পরী জানা যায়, ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও পরীমনি। নিরব এর আগে চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি পরীমনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরীমনির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তাই দুজনে গোলাপ ফুল হাতে পোজ দিয়েছেন।

ঢাকার গুলশানে একটি রেস্টুরেন্টে নিরব ও পরীর সঙ্গে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘গোলাপ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। নিরব ও পরী ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে পরী গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম ডানা। গল্পে ডানা নাচবে, প্রেম করবে, এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।’

অন্যদিকে নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির আলোচিত এবং মেধাবী অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারবো আমরা।’

জানা যায়, ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সিনেমার শুটিং শুরু হবে।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
পুকুরে কাচের বাড়ি বানাবেন পরী!
পুকুরে কাচের বাড়ি বানাবেন পরী!
ছবিতে তারকাদের ঈদ
ছবিতে তারকাদের ঈদ
ঈদের সিনেমা নিয়ে সংশয়
ঈদের সিনেমা নিয়ে সংশয়
আদালতে অসুস্থ পরীমণি, জেরা হয়নি
আদালতে অসুস্থ পরীমণি, জেরা হয়নি
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার