X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭

মাত্রই শেষে করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। এরই মধ্যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমণি। সিনেমার নাম ‘গোলাপ’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।

খবরটি নিজেই জানিয়েছেন পরী। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিরবের সঙ্গে কিছু ছবি শেয়ার করেন পরী। সেখানে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…! নিরব ও পরী জানা যায়, ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও পরীমনি। নিরব এর আগে চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি পরীমনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরীমনির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তাই দুজনে গোলাপ ফুল হাতে পোজ দিয়েছেন।

ঢাকার গুলশানে একটি রেস্টুরেন্টে নিরব ও পরীর সঙ্গে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘গোলাপ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। নিরব ও পরী ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে পরী গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম ডানা। গল্পে ডানা নাচবে, প্রেম করবে, এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।’

অন্যদিকে নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির আলোচিত এবং মেধাবী অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারবো আমরা।’

জানা যায়, ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সিনেমার শুটিং শুরু হবে।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই
কাজের মেয়েকে নির্যাতনপরীমণির বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ