উপস্থাপক খুঁজতে রিয়েলিটি শো!

তৃণমূল থেকে সংগীত, অভিনয় বা নাচের প্রতিভাবানদের খোঁজার জন্য টিভি রিয়েলিটি শো হয়ে থাকে। যা বিশ্বজুড়েই বেশ জনপ্রিয়। এবার একই প্রক্রিয়ায় খোঁজা হবে উপস্থাপকও। যেমনটা এই দেশে আগে আর হয়নি।

সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার জন্য দেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল আরটিভি উদ্যোগ নিয়েছে এই রিয়েলিটি শো’য়ের। নাম ‘হোস্ট হান্ট ২০২১’।

এরইমধ্যে আগ্রহীদের বিভিন্ন শর্ত দিয়ে নিজেদের ভিডিও প্রেরণের জন্য আহ্বান করেছে আরটিভি কর্তৃপক্ষ। যেখানে শর্ত হিসেবে থাকছে শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাসী হতে হবে। এই তিনটি প্রতিভা নিজের ভেতরে আছে বলে যারা বিশ্বাস করেন, তারা ৩ মিনিটের একটি ভিডিও করে পাঠাতে হবে rtvhosthunt2021@rtvbd.tv এই ঠিকানায়। এরপর সেই ভিডিও বাছাই করে শুরু হবে মূল প্রতিযোগিতা। 

এ উদ্যোগ প্রসঙ্গে আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আরটিভি সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে প্রতিভাবানদেরকে সুযোগ করে দিতে চায়। হোস্ট হান্ট তেমনই একটি উদ্যোগ। আমি বিশ্বাস করি এ উদ্যোগের মাধ্যমে এমন কয়েকজন প্রতিভাবানকে আমরা সবার সামনে তুলে ধরতে পারবো, যারা উপস্থাপনা শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’

এই কর্মকর্তা জানান, শিগগিরই এই প্রতিযোগিতার সামনের পরিকল্পনা জানানো হবে। তবে তার আগে প্রতিযোগীদের কাছ থেকে প্রচুর ভিডিও আশা করছেন আয়োজকরা।