সাধারণত ঈদ আয়োজন ৩ থেকে ৭ দিনের হয়ে থাকে। এমন আয়োজন মূলত টিভি চ্যানেল ঘিরে হলেও সেটির প্রভাব দেখা যায় সিনেমা হল ও প্রকাশনা প্রতিষ্ঠানের আয়োজনেও।
তবে এ ক্ষেত্রে খানিক ভিন্ন আভাস মিললো প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে। প্রতিষ্ঠানটির প্রধান ধ্রুব গুহ জানান, এবার তাদের ঈদ আয়োজন থাকছে টানা ১৬ দিনের! যার শুরুটা হচ্ছে আজ (১৬ জুলাই) থেকে। এদিন প্রকাশ হচ্ছে তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক মাহতিম সাকিবের ‘মেঘলা কালো চুল’। মাশরিফ আল দ্বীনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন তাসনুভ বুলেট শুভ। গানটির সুর ও ভিডিও পরিচালনা করেছেন মাহতিম সাকিব নিজেই। ভিডিওতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রীতি জামান।
প্রতিষ্ঠানটির কর্ণধার-কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘মহামারির কারণে স্থবির গোটা বিশ্ব। বাংলাদেশের অবস্থাও একই রকম। প্রভাব পড়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। চলমান এই পরিস্থিতির মধ্যেই এসেছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের একটি, ঈদুল আজহা। এমন পরিস্থিতিতেও আমরা প্রতিটি উৎসবেই চেষ্টা করেছি আমাদের আয়োজন নিয়মিত রাখার। শ্রোতাদের নির্মল বিনোদনে মন ভালো রাখার।’
প্রতিষ্ঠানটির ঈদ আয়োজনের শেষটা হবে (৩১ জুলাই) মৌমিতা বড়ুয়ার ‘তোমায় লাগে ভালো’ শিরোনামের গানটি প্রকাশের মাধ্যমে। এ আর সারোয়ারের সুর-সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন মোহাম্মদ শহীদুর রহমান। রাজু দাসের পরিচালনায় গানের ভিডিওতে অভিনয় করেছেন আসামের অভিনেতা সিমন্তিকা শর্মা ও সিদ্ধার্থ সিনহা।
মাঝের দিনগুলোতে ধারাবাহিকভাবে প্রকাশ হবে উল্লেখযোগ্য বেশক’টি গান। এরমধ্যে রয়েছে কিংবদন্তি কণ্ঠশিল্পী তপন চৌধুরীর ‘খেলাঘর’। তানভীর তারেকের কথা, সুরে সৃজন হয়েছে গানটি। আল মাসুদের ভিডিও নির্মাণে এই গানে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী কাজী নওশাবাকে।
এরপর আরও প্রকাশ পাবে বাঁধন গ্রুপের নতুন গান ‘বলে দাও’, জাহেদ পারভেজ পাভেলের ‘সোনা বন্ধুরে’, জে আলমের ‘প্রথম ছোঁয়া’, মিলন মাহমুদের ‘কেন তার নাম’, লুৎফর হাসানের গান ‘অন্য আমি’, টিনা রাসেলের ‘পাগলেরই বেশ’ প্রভৃতি।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানগুলো।