‘পাগল’ প্রসঙ্গে যা বললেন শফিক তুহিন (ভিডিও)

পাগল আছে অট্টালিকায়/ পাগল আছে গাছতলায়/ একটা পাগল আলাভোলা/ আরেক পাগল নাক গলায়- বাস্তব কথাগুলোকে বেশ মজা করে সুরের মাধ্যমে তুলে ধরেছেন শফিক তুহিন।

ঈদ উপলক্ষে ‘পাগল’ নামের গানচিত্রটি প্রকাশ করেছে অনুপম মিউজিক। এতে শফিক তুহিনের সহশিল্পী লায়লা। কণ্ঠের পাশাপাশি সুর শফিক তুহিনের হলেও সংগীতায়োজন করেছেন রাফি। গানটির সূত্র ধরে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন হাবিব রহমান।

ভিডিওতে মূলত দুই শিল্পীকে দেখা গেলেও তাদের সঙ্গে যুক্ত ছিলেন শিশুশিল্পী আনায়হাসহ ৪০জন মডেল।

শফিক তুহিন বলেন, ‘কম আর বেশি আমাদের সবার মধ্যে পাগলামি স্বভাব রয়েছে। কেউ প্রেমিকের জন্য পাগল, কেউ মা-বাবা-বোনের জন্য পাগল, কেউবা আবার বন্ধু-বান্ধবের জন্য পাগল, কেউ টাকার পাগল। এই বিষয়ই গানটিতে তুলে এনেছি। গানটি ফোক ঘরানার ফিউশন। ভিডিওটিও সেভাবে নির্মাণের চেষ্টা ছিলো আমাদের।’ 

‘পাগল’ গানটির কথা যৌথভাবে লিখেছেন শফিক তুহিন ও বৈরাগী বকুল।