‘আমার বাপের অনেক টাকা’

ঈদ মানেই মজার সব নাটক। এমন একটি কাজে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিনকে।

নাটকের নামটিও মজার- ‘আমার বাপের অনেক টাকা’।

গোলাম সারওয়ার অনিকের রচনায় এটি নির্মাণ করেছেন এম আই জুয়েল। এতে সাখাওয়াত চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর আশা চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিনকে।

নাটকের গল্পটি এমন- পুরান ঢাকার ধনাঢ্য ব্যবসায়ী হাজী লিয়াকত আলীর একমাত্র ছেলে সাখাওয়াত। ছেলেকে হাতখুলে খরচ করার স্বাধীনতা দিয়েছেন লিয়াকত আলী। সাখাওয়াতও দিলদরিয়া মানুষ। এলাকার যে যখন চায় তাকে টাকা দিয়ে দেয়।

সাখাওয়াতের প্রেমিকা আশা বারবার সতর্ক করে এভাবে টাকা নষ্ট না করতে। একদিন সাখাওয়াতের গোডাউনে আগুন লাগে। অনেক ক্ষয়ক্ষতি হয়। অর্থকষ্টে পড়ে যায় তার পরিবার। তখনই আসল রূপ সামনে আসে।
 
নির্মাতা এমআই জুয়েল বলেন, ‘মূলত মজার ছলে কিছু বাস্তবতাও উঠে আসবে এতে। আর নাটকটি নির্মাণ হয়েছে ঈদের আমেজে।’

‘আমার বাপের অনেক টাকা’ প্রচার হবে ঈদের দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।